বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

শেষের শুরু

কী এক বিষন্ন বিস্ময়ে কাঠবেড়ালিটা বসে আছে পুরোনো বৃক্ষের এক মগডালে ওই বৃক্ষ বেয়েইতো উঠে আসা তার এই অবধি না, তখনও বৃক্ষ হয়নি সে, গাছ বলতো সকলেই গাছই বলুক আর বৃক্ষই, সেতো অনড় এক অভিজ্ঞতা ঝড়ে নড়েনিতো কখনই, যেন অজর… Continue Reading →

হ্রদ কিংবা হৃদয়

পরিচিত সেই হ্রদটির পাশ দিয়ে হেঁটে যায় অরিন্দম ভোরের স্নিগ্ধতায় কিংবা কণে দেখা আলোয়… না, না কণে দেখার কোন সুপ্ত বাসনায় নয় মোটেই   সেই প্রেয়সী অরণিকে দেখার জন্যেই এই প্রাত্যহিক পদচারণা। অরণিও হাঁটে বুঝি ব্যস্ত কোন সরণির পাশ দিয়ে… Continue Reading →

আলোছায়ার অনুপাত

গাছের আগায় দেখি রবির আলোয় আলোকিত উষ্ণ পাতারা সব হাসছে সবুজে-সোনালীতে, রঙিন বন্ধুত্বের এ এক অবাক দৃশ্য তাদের নিজেদেরই মনের মোহন মিতালিতে । অথচ গাছের নীচে দেখি ঘুটঘুটে এক অন্ধকার পাতারা পতিত যেন মলিন এক বিশাল বিমর্ষ যুদ্ধ করে চলে… Continue Reading →

মূর্ত কিংবা বিমূর্ত

নিভৃতে নিঃসঙ্গেই সান্ধ্য সুরাপানে মদমত্ত গেলাসের পর গেলাস গিলেছি যখন রোজ গেলাসতো নয় লোকজন বলে এ কোন ছাইপাশ আমি বলি এতো সেই স্বর্গেরই উদ্যানে বসবাস । বেহেশতের হুর অথবা স্বর্গের অপ্সরারা সব হেঁটে যায় যেন মর্ত্যের কোন ফ্যাশন শোতে ফ্যাল… Continue Reading →

ছন্দ-পতন

গদ্যের পথ ধরে হাঁটছি ক্রমশই পথটা বন্ধুর, বড্ড এবড়ো-খেবড়ো সেখানে কোন বহতা নদী নেই    নেই সাঁতার কাটা কোন শাপলা শালুক শ্যাওলায় বড্ড পিচ্ছিল সে পথ। সোঁদা মাটির সুগন্ধ পাইনে আজকাল কাদায় নিমজ্জিত পথ ধরে প্রাত্যহিক এ যাত্রা বিকল্পতো পাইনে… Continue Reading →

হৃদ্যিক বসন্তই শুধু

ফুল ফুটলো কী ফুটলো না তাতে আমার কিচ্ছু যায় আসেনা তাপমাত্রার পরিমাপ নিয়ে একটুও চিন্তাগ্রস্ত নই আমি । ওই তো দেখি ভাবনার আকাশে আজ নক্ষত্রের মতো ফুলেরাও করছে জ্বলজ্বল সেখানেইতো প্রজাপতি মন আমার স্থায়ী বাশিন্দা হয়ে বসে আছে আদিকাল হতে।… Continue Reading →

কবিতা লিখব কেন, কেন লিখব কবিতা

রোজই যে বলো সমস্বরে সকলেই কবিতা লেখো, লেখো না কবিতা কবিতা লেখা কি এতটাই সহজ যে এই সময়ে শব্দরা আসবে, নাকি আসবে শুধু যুদ্ধের ছবিটা !   কবিতার প্রতিপক্ষরা আজ পাশব হলো সব ছন্দপতনের আনন্দে বিভোর বটে কবিতার প্রতি ক্রুদ্ধ… Continue Reading →

বাঙালির কাঙালি এ মন

আজকাল আমি শুধু বাঙালি খুঁজি হ্যাঁ খুঁজি আমি দিবানিশি একজন বাঙালি না, বিদেশে থাকি ব’লে নয় স্বদেশে গেলেও থাকি হয়ে বাঙালিরই কাঙালি। আমি খুঁজি তাঁতের শাড়িতে বাঙালি নিদেন পক্ষে জামদানি পরা কোন বাঙালি কন্যা বিপন্ন যখন বাংলার সংস্কৃতি তখন প্রার্থনা… Continue Reading →

সুর প্রত্যাশী মন আমার

আজকাল সর্বত্রই খুঁজে বেড়াই সুর  শুধু নইলে মরুভূমি এ বিশ্ব কেবলই ধুধু; চাই একচিলতে সুরের আমেজ উঠোনে আমার নইলে ছন্দ হারাই জীবনে নিত্যই বারে বার। অসুরের দাপটে সুরেরা আজ পরিযায়ী পাখি, মনে হয় এখন, বিরহের বেদনা কোথায় লুকিয়ে রাখি।  … Continue Reading →

ধোঁয়াশা

আবহাওয়াবিদরা আজকাল প্রায়শই বলেন বায়ু দূষণই এই ঘনধোঁয়াশার কারণ হৃদয়ে তো পাইনে খুঁজে দূষণ আজ অবধি তবে মনে কেন জমবে এ গাঢ় ধোঁয়াশা। স্পষ্ট কেন দেখতে পাবো না আমি যে রয়েছে হৃদয়েরই কাছাকাছি । মনোভূমিতে ভয়ংকর কি দূষণ সর্বত্র বাস্তবতার… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑