সমুদ্রের ঢেউয়ের মতই অকস্মাত্ ভিজিয়ে গেলে শুকনো হৃদয়খানি বালুকাবেলায় জল ছিল যত তারও অধিক বালি রাশি রাশি । উচ্ছসিত অনুভবে স্পর্শ করলে আমায় যত দ্রুত আছড়ে পড়লে হৃদয়ে সেদিন তত দ্রুতই চলে গেলে বহুদূর, সাঁতারতো জানিনে তাই এগুলাম না তেমন।… Continue Reading →
নিজেকে মাপার মাপকাঠি খুঁজে পাইনি আমি আজ তাই গরুর দামেই মেপে ফেলি, তাতেই বা কী লাজ। নিজের মূল্য বুঝতে পারিনা এমন করে কোন দিন গরুর মূল্যেই মাপি নিজেকে বাড়লে বাড়ুক ঋণ। লাখের কোঠা অতিক্রম করছে গরুর দাম সর্বত্র তাইতো খুঁজি… Continue Reading →
ভাবের ঘরে অভাব নিয়েই অকাল বসবাস নইলে কেন নিত্যই দেখি নক্ষত্রবিহীন আকাশ শুণ্য থাকে পাত্র আমার প্রতিদিনের ভিক্ষাশেষে হয়না বুঝে ওঠা কিছু রাত্রিদিনের দীক্ষাশেষে। বন্ধদ্বারের অন্ধকারে যতই জোরে আঘাত করি কপাট খোলে না বলেই তো কপাল খুঁড়ে মরি। বিহঙ্গের মতো… Continue Reading →
কখনো রোদ, কখনো ছায়া, কখনোবা বৃষ্টি প্রকৃতির এ খেলা, প্রকৃতিরই জানি সৃষ্টি। জানিনা শুধু রোদ বৃষ্টি ঝরে হৃদয়েও কেন কেন এ দ্বন্দ্বে মনে হয় কেটে যায় ছন্দ যেন । অংকের অনুপাতের মতোই প্রকৃতিতে সমানুপাতিক তারা সংঘাতে আহত হই হৃদয়ে যখন… Continue Reading →
আষাঢ়ের ঘন মেঘ দেখে আশাবাদী কী হতাম না যে তুমি পেছন থেকে এসে ধরবে আমার চোখ ! আসলে স্থান-কাল-ব্যক্তি তিনটিই আজ ভিন্ন নইলে কি ঝুম বৃষ্টিতে পেতাম না তোমার চিহ্ন! আষাঢ় না হয় নাই-ইবা এলো আজ কাছে ওইতো দেখো অরিন্দম… Continue Reading →
সাদা-কালোর মধ্যে বৈপরীত্য কেবল বাহ্যিক; পরিপূরক সেতো প্রকৃত অর্থেই পরস্পরের তাইতো দেখি স্বচ্ছ চোখের সমুদ্রে ভাসে কালো মণির ভেলা, লক্ষ্যবিহিন এক অভিযাত্রায় । স্থির যতই করো না কেন , চঞ্চল চোখ তোমার চিত্তের চত্বরে চলিষ্ণু চাঞ্চল্য রয়ে যায় অবিকল। নিস্পলক… Continue Reading →
কথা কী ছিল আকাশ তুমি গোমড়া মুখে থাকবে চেয়ে প্রকৃতির কাছে যাওয়া হবে নিষিদ্ধ আজ চার দেয়ালের অন্তরালে দেহ রাখবো কী আড়াল করে দেখবো কি বসে বসে তোমার ধূসর রঙের সাজ ! তোমার সঙ্গে সখ্য আমার শৈশবের সেই সময় থেকে… Continue Reading →
ফণিমনসার ফুলকে ছাপিয়ে যখন কাঁটাই হয়ে ওঠে প্রধান নান্দনিক আনন্দের তখন নিতান্তই প্রান্তিক অবস্থান বিক্ষত বেদনার হা হুতাশ বাজে, মিশে যায় সুরে-অসুরে নিরানন্দের প্রাধান্যে থেকে যায় আনন্দ যেন যোজন দূরে। কাঁটার আড়াল থেকে কুসুমকে পেতে এই যে প্রতিদিনের আলস্য এখানেই… Continue Reading →
আজকাল আমি বার বার বটবৃক্ষের কাছে যাই মাঝে মাঝে হিংসের আগুনে পুড়ে হই ছাই। শৈশবে দেখা এই বুড়ো বট গাছটার এমন আয়ু ফুরোয় না আজও ঝড়ে, যত তীব্রই হোক বায়ু। আমার রয়েছে কেবল প্রতিদিনই কবিতার কিছু ছন্দ মৃত্যুর কথা কীইবা… Continue Reading →
অকষ্মাত্ কলসি কাঁখে অরণিকে দেখে হতবাক অরিন্দম আজ অরণিতো তার স্বাভাবিক দোলাচলে বেরিয়ে এলো সেই পুরোনো পরিচিত কুটির থেকে । ”কই যাও তরুণী অরণি তুমি শূণ্য এ কলসী কাঁখে ?” “শূণ্য নয়গো এ কলস আমার, নই তোমার মতো অলস… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা