বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

সরস্বতীতে নিমগ্ন এক একুশ

অক্ষরেরা যে দিন, আমার নিরক্ষর মস্তিষ্কে আনলো আলোর অনন্য রেখা সে দিনই প্রথম বুঝলাম একুশে সরস্বতীতে মিশে আমার প্রাত্যহিক এ লেখা। মূর্তমান এ মায়ের অন্তরালে বিমূর্ত যে সত্য সেতো আনে আমায় জ্ঞানের কাছাকাছি একুশে যেমন খুঁজে পাই বর্ণমালাদের আমি সরস্বতী… Continue Reading →

 দিন নয়,দিনান্তেও ভালোবাসা

অরণি কিংবা অরিন্দম দিন তারিখের শেকলে বাঁধেনি কেউ ভালোবাসার ভাষা তাদের।  চৌদ্দ কিংবা চব্বিশ, ফেব্রুয়ারি বা অক্টোবর বসন্তের বাসনা কিংবা হেমন্তের হিমেল হাওয়া থামাতে পারেনি তাদের পরস্পরের চাওয়া । পঞ্জিকার পাতায়,দিনের প্রকোষ্ঠে প্রস্তুত যে প্রেম সেতো অচল মুদ্রার মতোই সারা বছর… Continue Reading →

ক্যালেন্ডারের পাতায় জীবন

অহরহ অঙ্কের হিসেবে মাপা জীবনের চলিষ্ণুতায় খুঁজে বেড়াই অনন্ত সেই সময়টাকে, যাকে হারাই অযথা জীবন-খাতার খসে পড়া প্রিয় কোন পাতাতেই গাণিতিক ফিতায় মাপ-জোক করে অংশীদারি জীবনটা ভাগ হয়ে যায় , পলে পলে পঞ্জিকার প্রত্যেক প্রকোষ্ঠে । কীই বা ক্ষতি হতো… Continue Reading →

যীশুর প্রতীক্ষায় আবার

শিশুর মতই এক আশ্চর্য সরলতায় সেদিন নাকি তুমি বলেছিলে যীশু বিনয়ে আনত হতে বার বার হয় যদি প্রতিপক্ষ তাও আবার। কিন্তু হে যীশু, তুমিই বলো আজ মানবতা আর কতটা সইবে মার নির্মম যখন প্রতি মূহুর্তেই এই বিশ্ব তখন মানুষ তোমার নিতান্তই… Continue Reading →

খুঁজে পাওয়া স্বদেশ

সেদিনের সেই কৈশোর ছিল কঠিন দ্বান্দ্বিক দুনিয়ায় বেড়ে ওঠা প্রতিদিন পরদেশী ভাষায় ভাসিয়ে দেওয়া নিজকে গড্ডালিকা প্রবাহে যেন খড়কুটোর মতো ভেসে যাওয়া ভিন্ন সংস্কৃতির অন্য মোহনায়। প্রতিদ্বন্দ্বি এক প্রাঙ্গনে বন্দী-বাস প্রতিনয়ত । স্বপ্নেরা সেখানে পলাতক ছিল, দুঃস্বপ্নের হুমকিতে কংক্রিটের দেওয়ালে… Continue Reading →

ঊষ্ণ এক ডিসেম্বর

তোমরা সবাই অকষ্মাত্ কুঁকড়ে যাও ডিসেম্বর এলেই জানি কাঁথায় কম্বলে কিংবা কার্ডিগানে ঢেকে রাখো নিজেকে। পিঠে-পলুই খাবার আনন্দ থেকে বঞ্চিত না করে যেন হাঁচি-কাশি । শীতার্ত সন্ধ্যায় তবু কাঁপো মাঝে মাঝে তাপমাত্রা তাও কমতেই থাকে প্রতি সাঁঝে । অন্য এক… Continue Reading →

কুয়াশা-ধোঁয়াশা; প্রত্যাশা

কুয়াশা বলবো, নাকি ধোঁয়াশা এ নিয়েই বিতর্ক চলে মনে বার বার। জলবায়ুবিদেরা রাজা উজির মারেন  প্রত্যহই বিশেষ অজ্ঞদের ভাষণে ভেসে যায় সময় ধোঁয়াশা-কুয়াশা কোনটাই কাটে না আজকাল জানিনে কোনটাই বা মেলে রাখে ইদানিং এই জাল। মনে জমে থাকা কুয়াশার মতো… Continue Reading →

ছড়ায় ছিঁটানো ভালোবাসা

অরণি যেন ধরণীই বটে অরিন্দমের কাছে তাইতো তাদের স্বপ্নরা সব নিত্যই জেগে আছে। শীত-সকালের পিঠের মতোই মিষ্টি প্রেমে মগ্ন তারা রাত-বিরেতের আঁধার জুড়ে জ্বলছে যেন সন্ধ্যাতারা। বিমূর্ত  এ এক ভালোবাসা তাইতো জেনো যায় না দেখা বিশ্ব যখন মস্ত ব্যস্ত আঁকছে… Continue Reading →

মেঘ-বিষ্টি-রোদ্দুর

মেঘের পরে বৃষ্টি হবে সে কথাতো জানেন সবাই জানো নিশ্চয়ই তুমিও তবে বৃষ্টির পরে উঠবে রোদ্দুর সে কথা কি জানতে কখনও ফুলে-ফসলে ভরবে বিরান ভূমিও! এতটা পথ একাকী হেঁটে চলছো যে নিত্যই সানন্দে অবজ্ঞা করেছো সকল ক্লান্তি হয়েছো চ্যাম্পিয়ান দীর্ঘ… Continue Reading →

মগ্ন অনুভবে নিমগ্ন চোখ

স্নিগ্ধ চোখে তোমার এই নির্নিমেষ চেয়ে থাকা চলিষ্ণু চাঞ্চল্যের মধ্যে চোখের বিস্ময়কর স্থৈর্য প্রতারণা করে প্রেমিক পুরুষকেও বার বার অকারণেই হৃদয়ের রক্তক্ষরণ ঘটায় বিরক্ত ভক্তদের। জানেনা তারা কেউই চোখের ঐ পিছল পথ ধরে নামতে হবে অনেক দূরে যেখানে রয়েছে তোমার… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑