জীবনের প্রতিদিনই হ্যালোউইনের হই হল্লায় কাটে আজকাল মুখ ও মুখোশের দ্বন্দ্বটা বুঝিনা সহজেই সকাল সকাল । হ্যালোউইনের মুখোশটা আড়াল করে যে কচি কচি মুখ তাতে থাকে খেলার আনন্দ এবং নিতান্ত নির্মল এক সুখ। অথচ প্রত্যহই এই বুড়ো খোকাদের মুখোশ দেখে… Continue Reading →
ফ্যাকাশে রোদে অযথাই উষ্ণতা প্রার্থি আমি আবহাওয়ার মতো বিশ্বের বিবি হাওয়ারাও ফাঁকি দেন নিয়তই নইলে বাঁশি বাজালে রাধারা কেন নয় , কেন কেবল সর্পরা সব অযথাই নেচে ওঠে, অসংখ্যবার বারেক বিভ্রাটে। ওই যে তুমি , শুকনো পাতার ভীড়ে একাকী নোয়াও… Continue Reading →
বৈশাখের শাখে শাখে আনন্দের যে কালবোশেখী অন্তরালে তার থেকে যায় শেকড় সন্ধানের অনুরণন একদা হালখাতার খেরো পাতায় অংক মেলানোর যে আয়োজন । বড় জোর ব্যবসার জায়গায় মিষ্টিমুখ করা বানিজ্যিক পাল্লার পালা-পর্বণে যে বৈশাখ ছিল বৃত্তাবদ্ধ সেই বৈশাখ কালের যাত্রায় হলো… Continue Reading →
গলির ধারের মতলুব মিয়ার সুঁই-সুতোর এ-ফোঁড় ও -ফোঁড় কিংবা সেলাইয়ের কলেই পায়ের ছন্দেই রুটি-রুজির সঙ্গে মিশে আছে যার নৃত্যানন্দ যেন বা , নিত্যানন্দতো বটেই; যাকে দর্জি বলে এসছি আশৈশব , খলিফা বলে গাঁয়ের লোক — তাতেই খুশি ও , জানেনা… Continue Reading →
না , না মৌচাকে কেউ মারেনি ঢিল তবু মানুষ মৌমাছিরা গিজ গিজ করে মৌচাকের মোড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে ভিড়ে হেঁটে যাই আমি শান্তিনগরের দিকে শান্তির সন্ধানে জানি বলবেন , শান্তিনগরেই বা শান্তি কোথায় বাসের ভেঁপু , গাড়ির হর্ণ , মানুষের… Continue Reading →
অকষ্মাৎ আজ রবি-ঠাকুরের অজস্র ভালোবাসারা সব জড়ো হলো একত্রে মারাঠি কিশোরি কিংবা স্কট তনয়া-যুগল অথবা কাদম্বরী দেবী কিংবা ভিক্টোরিয়া ওকাম্পো এবং,এঁদের মধ্যবর্তিনীরা সকলেই যে রবীন্দ্রনাথের অনুরাগের রাগিণী সমবেত সে সুর বাজলো ভোর না হতেই আজ ভৈরবী রাগে অরিন্দম শুধু পড়ে… Continue Reading →
অরিন্দমের ভালোবাসা এখন পুরোনো এক বরফগলা নদী অক্ষরের দেয়াল ডিঙিয়ে বহমান হৃদয়ের কাছাকাছি আসে যেখানে অরণির পাথর মন, আগুন জ্বালায় নিজেরই স্পর্শে উত্তাপের ঊষ্ণতায় রোদ পোহায় শীত-বসন্তের সীমান্ত জুড়ে । আগুনের সেই একটুকু আঁচ পাওয়ার আনন্দেই তো কাছে যাওয়া ঝুল… Continue Reading →
বিস্ময়কর এক বিভ্রান্তিতে বিচলিত আমি ব্যাকরনিক বিভেদগুলো বুঝিনা একদম আমি, তুমি কিংবা সে ‘র এই পার্থক্য এই সব সর্বনাশা সর্বনামিক বিভাজন ব্যাকরণে অকারণের এই শ্রেণীকরণ এবং অতএব, মূঢ়তারা সব বিমূঢ় করে আমায়। ক্লাসরুমে ব্যাকরণ পড়ার, পড়ানোর সেই অভিজ্ঞতায় লজ্জিত হই… Continue Reading →
সেদিনের গোধূলি বেলায় আকাশ তখন মেঘের চাদর মুড়ি দিয়ে মাটির পৃথিবীকে দিল সেই প্রত্যাহিক চুম্বন রোজ বিকেলের মত সিঁদুরে রঙে ভ’রে গেল দিগন্ত রেখা , দিনের শেষ হয়েও যেন হলো না শেষ আবার ফিরে আসার অমোঘ প্রতিশ্রুতি দিয়েই পালালো সূর্যটা।… Continue Reading →
শাস্তির ভয়েই থাকে তটস্থ হরদম বোকা এ মন অথবা লোভের লালা পড়ে পুরস্কারের প্রত্যাশায় তাই জীবনকে করে ফেলি যান্ত্রিক যন্ত্রনায় আবদ্ধ গ্রন্থের সুত্রেই থাকে গ্রন্থিরা সব সারাদিন গ্রন্থিত । স্বর্গ-প্রত্যাশী এ মন আমার অপ্সারাদের সঙ্গম প্রত্যাশী বুঝি নইলে সংযমের মূহুর্তরাও… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা