না চাঁদ নয় , চন্দ্রমল্লিকাও নয়, নয় কোন বিশেষ নক্ষত্রও যার সঙ্গে আটপৌরে কোন বাঁধনে বাঁধবো তোমায় নও তুমি গোলাপ, বকুল কিংবা বেলী ফুলের মালা সে সব উপমা বড় জোর কবিতার শব্দকে করে সমৃদ্ধ সাহিত্যিকেরা সুচারু শব্দে সাজানো বাগানে করেন… Continue Reading →
শতাব্দি পেরুলো সেতো কবেই তুমিতো শতায়ু পেরিয়ে বেঁচে থাকো সুরে ও শব্দে, জ্বল জ্বল করো নক্ষত্রের মতো দিক নির্দেশনা দিতে চাও, চিরচেনা তারার মতোই । হে নতুন দেখা দিক আরবার , বলে সেই চিরপুরাতন তুমি চলে আসো আমার সদ্য কেনা… Continue Reading →
বাগানে এখনও কাঠবিড়ালীদের অকারণ দৌড়ঝাঁপ আমিও ঝাঁপি খুলে বসে থাকি কখন আসবে তুমি আমার এই পসরা-রাখা মোড়ের মুদি দোকানে বোতল-ভরা ভালোবাসা থাকে থরে থরে সাজানো তুমি আসো না ‘ক আর হাওয়ায় ওড়ানো উড়িয়ে ওড়না আমার আঙিনা বসন্ত বিকেলেও থেকে যায়… Continue Reading →
কবিতার শব্দগুলো এখন পলাতকা চাঁদের মতো ধূসর মেঘের আড়ালে দিয়েছে গা ঢাকা বিষাদের স্বাদটুকু পেতে চায় না সে আর তাই স্বপ্নের চাদরে লুকোয় কলস ভরা কান্না। তোমার উষ্ণতাটুকু পেতে কাছে গিয়েছিলাম আমি দিলে কেবল বৈশাখি উত্তাপ এতটাই তীব্রতায় যে ঝড়ে… Continue Reading →
রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ নজরুল সুকান্তও এবং শামসুর রাহমানরা আজকাল অহরহ স্থান পান রঙিন শাড়ির আঁচলে পাঞ্জাবির বুক পকেট থেকে বেরিয়ে তাঁরা চলে আসেন , বাইরে , ফতুয়ার নক্সা হন নির্নিমেষেই । কবিতার এই বাহ্যিক অবস্থানে , অন্তরস্থ কবিতা কি ভাবে… Continue Reading →
অরিন্দমের ইদানিং বড় ঈর্ষা হয় ঈশ্বরের শিল্পিসত্তাকে, সযত্নে যিনি এঁকে যান শৈল্পিক তূলিতে অরণির তুলতুলে চিত্র। কখনো মনে হয় কাঁচের পুতুল সে, ছুঁলেই হয়ত যাবে ভেঙ্গে কখনও বা মনে হয় হাওয়াই মেঠাইয়ের গোলাপি তুলো যাবে গ’লে জিহ্বার সনাতন স্পর্শে ।তূলির… Continue Reading →
জাগরণ এবং নিদ্রার মধ্যে যে এক চিলতে অবকাশ যাকে অভিধানে তন্দ্রা নামে অভিহিত করা হয় সেই তন্দ্রায় আচ্ছন্ন এক উঠোন-রাতে কখন যে তুমি চুপি চুপি পায়ে চলে আসো বনবিহারিনী হরিণীর মতো কচি ঘাসের কোমল স্পর্শে সবুজ পাতারা লোলুপ চোখে দেখে… Continue Reading →
হঠাৎ এক দমকা হা্ওয়ায় ছবি থেকে ছায়ায় হারালে তুমি এখনো অন্ধকার নয় সবটুকু জানি কিন্তু ধূসরতা করেছে গ্রাস গোধূলির হাল্কা আলোতে হেঁটে যাও তুমি , ক্রমশই ফ্যাকাশে হয় আমার স্বপ্নটুকু। রবীন্দ্রনাথ বৃথাই বলেছিলেন কোন এক বসন্ত বিকেলে “আজ তোমার রঙে… Continue Reading →
কোন কোন ছবি আছে যা ঈশ্বরই আঁকেন কেবল কোমল কোন তুলিতে কোন কোন ছবি আছে যেখানে উর্বশী নেমে আসেন মর্ত্যের ভূমিতে কোন কোন ছবি আছে হারায় না যা বাহ্যিক চাকচিক্যের আড়ালে কোন কোন ছবি আছে যা যায় না পাওয়া কেবলই… Continue Reading →
আজ ঠিক এই মূহুর্তে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম …… না , না ভুল বললাম , তোমাকে ছুঁবো কী করে তুমিতো পলাতকা হরিণি ,হারাও বার বার, কখনও কেবল সবুজের আবর্তে , সুন্দরী গাছেরা হয় তোমার সখি তখন কিংবা হেমন্তের বাতাসে উড়ে… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা