বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

ঝলসে ওঠা, শব্দরা সব

ঝুট ঝামেলার ঝড়েই ভাঙ্গে কল্পতরুর গাছ লাগবে আগুন ভাবছি যখন তখন কেবল আঁচ । কুট-কাচালির কর্মযজ্ঞে থাকবে কেবল অজ্ঞ কোট-কাছারির তর্কে তর্কে সবাই এখন প্রাজ্ঞ । ডিজিট গোণার সাহস না পাই তবু আমি ডিজিটাল যুক্তিবিহীন উক্তি করি লোকে বলে ক্রিটিকাল।… Continue Reading →

খোঁজ : কোলাজ চিত্রে

খোঁজ : কোলাজ চিত্রে আনিস আহমেদ এই রোদ্দুর এই মেঘ কখনও মন্থর কখনও বেগ এমনি ভাবে জীবন-যাত্রা এমনি বাড়ে জীবনের মাত্রা । প্রেমে প্রার্থনায় খুঁজি অহরহ কখনও মিলন, কখনও বিরহ। অঝোর ধারায় কখনও বৃষ্টি কখনও স্রষ্টা , কখনও সৃষ্টি… সবই… Continue Reading →

অন্তহীন যাত্রা

সময়ের হিসেবটা ঠিক বুঝিনা আজকাল যতই এগোই সামনের দিকে ততই যেন পিছিয়ে যাই বৈদ্যূতিন বিদ্যায়। অথচ কী জানেন শৈশবে ছিল বড় হবার বড়ই বাসনা, যখন ওড়াবো ঘুড়ি রোদেলা আকাশে, পড়বে সে ঘুড়ি কারও অভয়ারণ্যে সযত্নে বুকে রাখবে ধরে আকাশ ছোঁয়া… Continue Reading →

উল্টোরথ

আগে জীবন থেকে নেওয়া হতো টুকরো টুকরো উপমাদের তারা কবিতাকে দিতো উষ্ণতা অনন্য এখন উপমাদের সমাবেশে নির্মাণ করি জীবনের মূহুর্তগুলো ঊষ্ণতা দেয় জীবনকে তারা, জীবনেরই জন্য । আগে জীবন থেকে নেওয়া সোনালী রঙের ছোঁয়া পেতো ফ্রেমে বাঁধানো চিত্ররা সব এখন… Continue Reading →

যামিনী শেষের কামিনী

তাকে দেখেছি পাঁচিলের ধারে ফটকের প্রান্তজুড়ে স্থির দাঁড়িয়ে থাকা সেই কামিনী গাছের মতোই দুঃখরা সব লুকোতো গিয়ে উইয়ের ঢিবির তলায়। বৃষ্টির কান্নায় দেখতাম হাসছে সে কুসুম কুসুম হাসি। কচি পাতার ভিড়ে এমন করে আড়াল করতো ক্ষয়ে যাওয়া যৌবন তার, যে… Continue Reading →

প্রোফাইল পিকচারে প্রচ্ছন্ন প্রতিবাদ

বিস্ময়ে বিমুগ্ধ হয়ে দেখলাম বহুদিন পর সে পাল্টে দিল তার প্রোফাইল পিকচারটা আরোপিত এক মিথ্যে মুখোশের আড়াল থেকে বেরিয়ে এলো পূত-পবিত্র সত্য-কথা, হয়ত অনেক কষ্ট কথাও। মিথ্যেকে সত্য ভেবে সেদিন সে কল্পনার যে ফানুস উড়িয়েছিল জীবনের এক রোদেলা আকাশে চুপিসারেই… Continue Reading →

হেমন্তের প্রান্ত ঘেঁষে

শরৎ-হেমন্তের সীমানায় দাঁড়িয়ে বুঝিনা ঠিক কোন দিকে বাড়াবো হাত শরতের দিকে ফিরে গেলে জানি নিশ্চিত পাবো গ্রীস্মের উষ্ম আলিঙ্গন হেমন্তের পানে দ্রুত এগিয়ে গেলে জানি প্রবল গতিতে আসবে তূষার কুচি । শরতের দিকে পিছিয়ে গেলে পঞ্জিকার পাতায় উল্টো পথে হবে… Continue Reading →

কেবল কবিতার জন্য

ইদানিং কবিতার শব্দগুলো ঢেউ হয়ে আছড়ে পড়ে না কেন কখনও কোন কূলে কেন বন্ধ্যা হয়ে যান কবিও আজকাল অকষ্মাৎ এই মরুময় মর্ত্যে এ রকম প্রশ্নে ভরে যায় ইন-বক্সগুলো ইদানিং কেউ কেউ আবার নীরবেই থাকেন প্রতীক্ষারত । কবিতার জন্য প্রয়োজন মসৃণ… Continue Reading →

প্রদীপ শিখার প্রতীক কথা

বৈরি বাতাসও নেভাতে পারেনি প্রাণের প্রদীপ শিখা মশাল হয়ে জ্বলে থাকে সে আঁধার রাতের দিশা সন্ধ্যা আকাশে সূয্যি যখন অকষ্মাৎ দেয় ডুব তখনই তোমার নৃত্য দেখি আনন্দ জাগে খুব। হতাশায় হতবাক হওয়া বিশ্ব যখন হয় নিথর তুমিই তখন নিয়ে আসো… Continue Reading →

সেই এক আদি কবির কথা

আমারতো কবি হবার কথা ছিল না বাংলায় উষ্ণ উপমায় ভরানোর কথা ছিল না কবিতার খাতা কথা ছিল না দুঃখিনী বর্ণমালাদের সুখি করে তোলার ছিল না কথা বাংলার নকসী কাঁথায় শব্দের কারুকাজ করে যাওয়ার,কথাতো ছিল না ইথারে শব্দের পাখি ওড়ানোর কথাতো… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑