শুধুই কি তুমি হেমন্তের রঙ্গিন পাতা হয়ে থাকবে বিচিত্র বর্ণে রাঙাবে কি মন, নাকি মনের কথা রাখবে উঠোনের গাছগুলোর শোভায় জানাবে শুভেচ্ছার নীরব বাণী অতঃপর ঝরে যাবে তুমি , ঝরাবে আমার অস্তিত্বখানি পাড়া থেকে বেরিয়েই দেখি, তোমারই রঙে রাঙানো শারদ… Continue Reading →
তোমার চোখের তারায় আপনি হারায় আমার চোখের তারা মোর দিবসগুলো বিবশ হলো রজনী তন্দ্রাহারা । তোমার ঠোঁটের কোণের হাল্কা হাসি প্রাণে বাজায় মধুর বাঁশি কাছে কিংবা দূরেই থাকো নিত্যদিনই চিত্তে রাখো নইলে অবশ দিনগুলোতে জীবন হবে সারা । অলস দিনের… Continue Reading →
সর্ষের ঝাঁঝের মতোই ঈর্ষা যখন ক্ষুব্ধ করে তোমায় বর্ষার মেঘের মতোই ঈর্ষা তখন বিমর্ষ করে আমায় ঈর্ষার আগুনে তুমি দগ্ধ যখন হতে চাও অশ্রুর নদীতে আমি তখন ভাসাই আমার নাও। আজ নিয়তি তোমায় নিয়ে যায় দূরে, বহুদূরে থেকে যাই নাছোড়… Continue Reading →
সেদিন সেই হেমন্তের বিকেলে এক অদ্ভূত ইচ্ছে হয়েছিল আমার ভাবছিলাম , দাঁড়াও যদি এসে সামনে আমার কোন চিত্রশিল্পির প্রিয় মডেলের মতো এঁকে যাবো, এঁকেই যাবো স্কেচ তোমার একই ছবি আঁকবো বার বার , বহুবার । কিন্তু থামবার অবকাশই বা কই… Continue Reading →
বল নারে আমায়, বলবি না ! ভালোবাসার সাগরে যে ভাসালি আমায় তারপর তো আর দেখি না তোকে। কোথায় চলে গেলি অকস্মাৎ আকাশ থেকে যে খসে গেলি তারার মতো আর বুঝিসতো, আমি রয়ে গেলাম অনন্ত অন্ধকারে। মনে পড়ে না তোর একত্রে… Continue Reading →
অন্তরের উঠোনে অভিধান কখনও ফেলেনি ছায়া তাই সে রকম সংজ্ঞায় অনুদিত হয় না শব্দগুলো, নইলে, সে দিন সেই অপরাহ্নে অরিন্দমের প্রতীক্ষা কী কেবলই ছিল অপেক্ষা যে অরণির উপেক্ষার এক ঝড়ো বাতাস চুরমার করে দিল পলে পলে প্রত্যাশার প্রাসাদ। নাহ, অপেক্ষায়… Continue Reading →
সেদিন সেই এক আনন্দ মিছিলের নের্তৃত্বে ছিলে যখন তুমি পেছনের সারিতে দাঁড়ানো এই আমি আড়ালে -আবডালে দেখেছি তোমায় কৈশোরিক ভয় ও ভালোবাসার এক সংমিশ্রণে হৃদয়টা মুষড়ে উঠেছে বার বার বিপরীত মেরুতেই তাই বরাবর থেকে যাওয়া পাওয়া না-পাওয়ার কথা নয় ,… Continue Reading →
মহড়া কি ছিল কেবল অনুষ্ঠানের ভালোবাসারওতো মহড়া হয়ে গেল বুঝি সেদিন সেই একান্ত সন্ধ্যায়, যখন নিজেরই অজান্তে অকষ্মাৎ অরণি এলো অরিন্দমের একেবারে কাছে । নিঃশ্বাসের উষ্ণতায় বিশ্বাসের অনুভবেরা হঠাৎ উপচে পড়লো অরণির নীলাঞ্জনে । নেশাগ্রস্ত নয়নে প্রেমের নিশ্চিত ইঙ্গিত ছিল… Continue Reading →
সেই আদি ও অকৃত্রিম শব্দ সেই ব্যঞ্জন ও স্বরবর্ণের সমন্বয় সেই আমার প্রথম শেখা শব্দ , মা সেই আমার প্রথম ভালবাসা, মা সেই আমার আশ্রয় -প্রশ্রয়ের মা সেই সাশ্রয়ের সংসারের মা সেই আমার মান অভিমানের মা সেই আমার শক্তি ও… Continue Reading →
সেতো কবে কার কথা …. তখনও শাহবাগ মোড়ের ফোয়ারাটা ছিল সচল তখনও হুড খোলা রিকশায় হাওয়ারা ছুঁয়ে যেতো যখন-তখন চঞ্চল চুলগুলো তোমার । রমনার মাঠেতে দৌড়োতো বাজির ঘোড়ারা সব কালী মন্দিরের কোল ঘেঁষে ছিল স্বচ্ছ পুকুরের জল। তখনতো ভালো লাগা… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা