বৈকালিক চায়ের কাপে চুমুক দিয়েই মনে হলো তোমার ঊষ্ণ ঠোঁটই বুঝি এটা যাকে স্পর্শ করার সেই আদি ও অকৃত্রিম আনন্দটা নন্দন কানন থেকেই নান্দনিক হয়ে আছে। ঝুল বারান্দার কার্নিশে বসা হলদে পাখিটা দেখে ভাবি এ বুঝি তোমারই বাসন্তিকা হৃদয়ের ছবি… Continue Reading →
কখনও অরণি তার কবিতার ছন্দ হয় কখনও বা অহেতুক সংশয়ে দ্বন্দ্ব হয় তখনও ভালোবাসার কমে না দৈর্ঘ গভীরতায় দিয়ে যায় পারস্পরিক অর্ঘ। স্নিগ্ধ সন্ধ্যায় হলদে পাখি হয়ে আসে ঘোরে বটবৃক্ষ-হৃদয়েরই আশে পাশে পথের কোলাহল পেরিয়ে হৃদয়-রথে আসে নিবিড় অনুভূতি নিয়ে… Continue Reading →
অকষ্মাৎ এক খন্ড মেঘলা আকাশে এক চিলতে রোদ হয়ে এলে তুমি তার পর আমার হৃদয়ের ভেজা উঠোনে মুঠো মুঠো উষ্ণতা ছড়ালেই। টুকরো টুকরো শব্দরা সব কোমল হয়ে কন্ঠেই মেলায় তোমার ধীর লয়ে আমি শুধু অঞ্জলি ভ’রে আনি কথকতাগুলো অনুভবের আঙ্গিনায়… Continue Reading →
আকাশ দেখার ইচ্ছে আমার মাটিতেই মিশে যায় জানিনে কী অজানা লজ্জায় আকাশ লুকোলো অন্তহীন মেঘের আড়ালেই। আমার জানালা রেখেছি খোলা কখনও আকাশ যদি দেয় দেখা সেই এক গভীর আশায় আশায় আকাশ পাবো নিমেষেই বুঝি হাতখানা বাড়ালেই। তবে শুধু শুধু আকাশকে… Continue Reading →
তোমার চোখে সাঁতার কাটেনি এমন সাঁতারু পাবে না জানি কস্মিনকালেও খুঁজে তুমি সাঁতার জানিনে আমি তবুও বিশ্বাস করো, ডুবে গেছি ঐ চোখের অতলান্তে স্পর্শ করেছি সেই গভীরতর গহ্বর লোকে যারে বলে হৃদয়। তোমার রূপে বিগলিত নয় এমন রূপকার পাবে না… Continue Reading →
[শ্রীলংকা ও নিউজিল্যান্ডের ঘটনায় মর্মাহত এ মন] হা ইশ্বর, কে তোমায় বিভাজিত করে প্রতিদিন এবং আমাকে নিয়ে যায় বিভ্রান্তির এক বাঁকা পথে ! আমি তো জানতাম বেদে-বাইবেলে, কোরানে-পুরাণে ভিন্ন ভিন্ন নামেই হউক না কেন,তুমি এক অভিন্ন সত্বা। আল্লাহ -খোদা-ঈশ্বর-ভগবান এতো… Continue Reading →
দেখা হবার কথা ছিল কি ছিল না জানতো না অরিন্দম আদৌ অকস্মাৎ কণে দেখা রোদটা ক্রমশই যখন লুকোয় মুখ তেমনি এক স্নিগ্ধা বিকেলে অরণি আবার দিল ধরা । নাহ, ধরাতো দেয়নি অরণি, শুধু হরিণীর মতোই চেয়ে থাকা সেই একদা সাঁতার-কাটা… Continue Reading →
আর কবিতা লিখতে ইচ্ছে হয় না আমার ছন্দ-পতন ঘটে রোজ রোজ পথ চলতে হঠাৎ হঠাৎ হোঁচট খাই স্নিগ্ধ এক মসৃণতার করি খোঁজ । আর কবিতা লিখতে ইচ্ছে হয় না আমার শব্দরা ক্রমশই মলিন হয় নৈঃশব্দের আড়ালেই লিখতে গিয়ে থমকে দাঁড়ায়… Continue Reading →
চিত্তপটের চিত্রকলায় এমন রক্তপাত আর কতদিন সইবো আমি এমন অভিঘাত ধর্ম শিক্ষার বর্ম নিয়ে মোল্লারা সব দাঁড়িয়ে নিত্য বলে নীতি-কথা হস্তযুগল নাড়িয়ে । নৈতিকতার পাল্টে সংজ্ঞা তারাই আবার হয় দানব প্রতিদিনই প্রতারণায় বলতে থাকে জয় মানব। ধর্ম এবং অধর্মের সমীকরণ… Continue Reading →
অন্তর্মিল খুঁজে পাইনা বলেই কবিতা লিখি অন্তমিলে ভালোবাসার সমুদ্র এখন ক্ষুব্ধ বলেই শান্তি খুঁজি সুশান্ত ঝিলে। কথা ছিল চেরিতে চাঁপায় মৈত্রী হবে গায়ত্রী মন্ত্রে শান্তি পাবো সে কথা রাখেনি কোথাও কখনো কেউ কেমন করে তবে শান্তি চাবো ? ক্ষুব্ধ এ… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা