বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

চার দশক পরে তোমায় দেখা

চুয়াল্লিশ বছর তো হয়ে গেল এখনও স্মৃতির জানালা দিয়ে প্রত্যহই দেখি তোমার আকাশ -স্পশীঁ ব্যক্তিত্বকে মেঘের আড়াল থেকে তোমার আঙ্গুলগুলো আমাকে দিক দর্শন দিয়ে যায় প্রতিদিন গাড়ির ভেতরকার বৈদ্যূতিন দিক নির্দেশকের মতো পিতা তোমারই নির্ভুল পরিচালনায় আজও অতিক্রম করে যাই… Continue Reading →

তোমারই ব্রত

প্রায়শই তুমি বয়ে যাও নিস্তরঙ্গ এক নদী শব্দরা মিলিয়ে যায় নৈঃশব্দের গহীন গভীরে রূপোলী মাছ হয়ে আসে মাঝে মাঝে দৃষ্টিগোচরে অধিকাংশ সময়ে হারায় তারা তোমারই বক্ষের অক্ষে । আমি কেবল তোমার ঠোঁটের অস্ফুট নড়ে ওঠায় বুঝে যাই শব্দদের এই লুকোচুরি… Continue Reading →

রবি কবির কাছে অকবির কথা

[২২শে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলী] আজও তোমার সুরে সুর মেলাতে চাই বেসুরো গলায় হয়ত তোমারই গান গাই জানি অসুরদের উপলব্ধ অমানুষী সত্য ইতিহাসের ভ্রান্ত ব্যাখ্যায়, ভ্রান্ত সব তথ্য মূহুর্তেই মেলাবে জানি বায়বীয় এক ফুৎকারে তোমার নীরব শক্তি সত্য হবে যা বলুক যে… Continue Reading →

আজগুবি গুজবে আহত স্বদেশ

কী এক আশ্চর্য ব্যাধিতে বিদ্ধ এ সমাজ এর অসহায় শরীরে সর্বত্রই ক্ষত আজ ডেঙ্গুর সঙ্গে সখ্য সকল ঘাতকের জানি মরণ যদি না আসে মশার কামড়ে ক্ষতি কী তাতে, কল্যাণ-কামি তরুণরাতো আছে হৃদয়ে তাদের বিপুল ভালোবাসা হাতেও আছে রামদা, কিরিচ কিংবা… Continue Reading →

ঋদ্ধ এক হৃদ্যিক অনুভূতি

এক চিলতে ভালোবাসা সবটুকু আকাশকে আচ্ছন্ন করেছে আমার এক মুঠো শ্রদ্ধা তোমার উঠোনকে করেছে আজ আরও ঋদ্ধ ও সমৃদ্ধ এক টুকরো সংশয়ে তোমার সংকল্প আমার স্বপ্নকে ছাড়িয়েছে দুঃসাহসী নাবিক যেন এক খন্ড অনুভব তোমার পুষ্পিত করেছে ভাবনার শূন্য বাগানকে আজ… Continue Reading →

প্রথম দেখা কবিতা

কোলাহলের হলাহলে বিষাক্ত বিশ্ব যখন তখনই অকষ্মাৎ তোমার চোখের গভীরতায় দেখি কবিতার কথাকলি অলিন্দের অহেতুক ভিড় ঠেলে, নিয়ে গেলে সেই এক হৃদ্যিক অনুভবের অজানা আঙ্গিনায় যেখানে দু’জনের বলাবলি। পরিকল্পনাহীন কল্পনা নিয়েই গল্প হলো কিছুক্ষণ চোখে তোমার প্রজ্জ্বলিত প্রদীপে জ্বল জ্বলে… Continue Reading →

মুখোশ=মুখ?

মুখ নয়,মুখোশেই সুখ হয় না,না, এ কেবল হ্যালোউইনের কাহিনী নয় উৎসবের উৎকোচ হিসেবে পেয়ে যায় যারা শুধু শুধু শুভেচ্ছার শত শত ল্যাবেনচুষ তারাই ইদানিং পেয়ে যায় বিজয়ীর ঘুষ । মুখোশকেই মুখ ভেবে ভেবে ভবের উঠোনে যারা, বোনে গোলাপের কচি চারা… Continue Reading →

তবুও কবিতাই

দমকা বাতাস নয়কো এটি আচমকাও নয় আক্রান্ত হয় মাঝে মাঝেই কবিতা । ছন্দপতনে পারদর্শীরা তখন উপড়ে ফেলেন হৃদয়ের সবটুকু উষ্ণতা । যেমন করে একদল উগ্রবাদি নির্বিঘ্নেই খুন করে যায় একতার অনুভবকে অথবা কখনও কখনও নিপূণ দর্জিরাও অসাবধানতায় ছেঁটে ফেলেন সুন্দরকে।… Continue Reading →

রোজনামচা

রোজ রোজ লেখা খেরোখাতার পাতায় পাতায় একই ধরণের শব্দ শোনো হয়ত বার বার একই হিসেব কষে চলি জীবনের নিত্য ধারাপাতে অংক কষি সযত্নে , জানি যেতে হবে পারাপার । এখনও এই সাঁঝের বেলায় কনে-দেখা সোনালি আলোয় তোমায় দেখবো বলে বসে… Continue Reading →

বেদনার বোল, আনন্দের কোল*

এমনটি দেখিনি কখনো আমি যে সুর ও বাণী ভর করেছে দেহ জুড়ে কারো শুধু তোমায় দেখি বিস্ময়কর বৈভবে ছন্দে ও তালে নিজেরই অজান্তে দৃষ্টি কাড়ো। অপশক্তি অপসৃত যখন নন্দিত বন্দনায় অস্থি-মজ্জায় তোমার জেগে ওঠে তখন তবলার বোল ধ্বণিতে প্রতিধ্বণিতে প্রাণিত… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑