বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

শীত দুপুরের উষ্ণতা

আবহাওয়ার পূর্বাভাস ছিল এ রকমই যে ঝড়ো হা্ওয়ার হিমেল পরশে ভাবনাগুলো জমে যাবে হয়ত তাই গরম কাপড়-পরা কৃত্রিম উষ্ণতা ছিল সকলেরেই কাম্য আইসক্রিমের ব্যবসাপাতি গুটিয়ে যাচ্ছে ক্রমশই এখনতো কফি কাপে নকল উষ্ণতা পাবার চেষ্টা চলবে রোজ রোজ কবে কখন তাপমাত্রা… Continue Reading →

পরাবাস্তব বাস্তবতা

স্বপ্নের দৈর্ঘ যতটাই খাটো হোক কিংবা যদি কোন তূখোড় দর্জি ছেঁটে দেয় স্বপ্নকে জেনো নিমজ্জিত থাকি আমি স্বপ্নেই বরাবর। কারণ তুমি আমার স্বপ্নকে করো এতটাই সুগভীর যে এর দৈর্ঘ-প্রস্থ নিয়ে আমি আদৌ চিন্তিত নই। চিন্তিত নই বাস্তবের সঙ্গে এর সংযোগ… Continue Reading →

প্রকৃতি=প্রেয়সী

প্রকৃতি ও প্রেয়সীর মধ্যে সম্পর্কের কথা বলেন জগতের তাবৎ কবিকুল । প্রেয়সীকে প্রায়শই নিয়ে যান প্রকৃতির ঠিক কাছাকাছি তারা । প্রতিমার মতোই অবস্থান করে প্রেয়সীও বটে কখনো চিত্রা নদীর নদীর তীরে কখনো বা ধানক্ষেতের সমুদ্র তরঙ্গে । কখনো প্রেয়সী হয়… Continue Reading →

এসো অসুর করি বধ

সেদিন এক সিঁদূরে সন্ধ্যায় কাব্য কথায় বড় বেদনার সাথে তুমি ঠিকই বলেছিলে মহিষাসূরেরা ফিরে আসে বার বার । জানি, মহালয়ায় মহিষাসুরমর্দিনীর স্ত্রোত্র পাঠে উৎসবের শুরু বটে ,শান্তি ও সংগীতের আরাধনায় দেবী হন বিসর্জিত পবিত্র জলে যতবার ততবারই অসুরেরা মাথা তুলে… Continue Reading →

সুরের তুমি, অসুরের নও

বিশ্বময় বিষন্নতার মাঝে খুঁজি শান্তি, সে কী বহুদূর ! যেখানে শোনা যাবে সেই পরিচিতি সঙ্গীতের সুর যার সঙ্গতে সরব হবে গণিতের সমানুপাত রবিশঙ্করের সেতারে কাটবে দুঃস্বপ্নের দীর্ঘরাত। সুরের সঙ্গে মহিষাসুরের এই নিত্যকালের দ্বন্দ্বে বিজয়ার বাণী বাজে আজ শোনো নির্মল এক… Continue Reading →

দূর নয়, অদূর

রাখতে পারিনে আজকাল আমারই কোন কথা নইলে সেদিন মিললো না কেন কাঙ্খিত কাব্যগাঁথা তুমি শুধু পড়ে গেলে তোমার যত ছিল শব্দমালা মহাসড়কের এ পারে আমার ততই যন্ত্রণা- জ্বালা। শব্দগুলো সব কাব্য-কথা করে ফোটালে তোমার বাগানে গদ্যগাঁথার কাঁটার আঘাতে বিক্ষত হই… Continue Reading →

আমিই যদি প্রকৃতি

আচ্ছা ধরো , আমি যদি প্রকৃতিই হতাম মেঘ না হ’তেই বৃষ্টি পাওয়া হৃদয় তোমার মেঘনার তীরে, খুঁজে পেতো কী আমায় । ঋতুবতী হবার সেই প্রথম সকালে বুঝতে কী তুমি ঋতুর সাথে হৃদ্যিক প্রাত্যহিক প্রণয় । বর্ষার জলে ভেজা শ্যামলা শরীরে… Continue Reading →

Identity

( Translated from Rabindranath Tagore’s poem পরিচয়) Once upon a time, the spring wind Made my boat anchored at this bank. You all asked me, “ Who are you? And where are you going to go. I only said, “Who… Continue Reading →

চিঠি

রোজ রোজ কথা দিই কবিতার শব্দে ভরাবো তোমার কাঁখের কলস রোজ রোজ তোমায় বলি ঐ শব্দ সম্ভারে হারানো হৃদয় হয়ে যায় সরস। কথা রাখি নাতো রোজ আমি শব্দরা মাঝে মাঝে লুকোয় যেন কোন এক অন্তরালে থাকি নৈর্ব্যক্তিক নীরবতায় শব্দরা ধরা… Continue Reading →

গোধূলি

গোধূলি তুমি কি একেবারেই একা একাকীত্বই কি নয় তোমার সঙ্গী । তবেতো একা নও তুমি আদৌ কোমল আলোয় স্নান অঙ্গাঅঙ্গি। এক আকাশ আলোতো ছড়ালে একদা এক জীবন-দৈর্ঘে সারাটা দিন জুড়ে কখনও লুকোলে মেঘের আড়ালে সহসা কখনও রোদ্দুর হয়ে এলে উড়ে।… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑