বিষাদ ও বুদ্ধির এমন ব্যতিক্রমী আস্বাদ পেয়ে যাই যখন অকস্মাৎ কোন পূণ্যের ফসলে অঙ্ক মেলাতে পারিনা সহজে, শুভঙ্করের চক্রজালে বুদ্ধিকে বিষন্নতার বাটখারা দিয়ে মাপতে চাই অথবা বিষন্নতাকে বুদ্ধির পরিমাপে দেখার প্রচেষ্টা কোনটাই বুঝিনা , যতক্ষণ না দেখি ওই চোখের মণি… Continue Reading →
স্বদেশের সোঁদা মাটির সুবাস পেয়ে যাই মাঝে মাঝে বিদেশী পারফিউমের সুগন্ধে মেঠো পথের আভাসও পাই প্রায়শই আমি আজকাল রাত-জাগা শহরের নিজস্ব ছন্দে । রমনা পার্কের পাশের সেই পরিচিত ফুচকাওয়ালা আর জ্যাকসান হাইটস’এর ফুচকা-বিক্রেতা একই সত্বা নিয়ে ধরা দেয় আমার মানসপটে… Continue Reading →
না হয় জমাট মেঘ হয়েই এলে ধূসর এই আকাশে আমার তারপর বৃষ্টিতে সৃষ্টি হবে জানি শব্দমুখী এক গুচ্ছ কবিতার। অথবা আসতে পারো ভোরের আলো হয়েই অন্ধকারের বন্ধ দ্বার খুলে শিশির-ভেজা ঘাসেরা হবে সজীব আরো বাগান আমার ভরবে ফুলে ফুলে। কিংবা… Continue Reading →
সেই দেয়ালের দিকে হাঁটছি আজন্ম হাঁটি হাঁটি পা পা করে নয় এখন আর দ্রুতযানের একনিষ্ঠ এক আরোহী আমি প্রিয় পরিচিত প্রকৃত ও প্রেমেরা পেছনে সরছে ক্রমশই সেলুলয়েডের পর্দার মতো দৃশ্যগুলো দ্রুতই ধাবমান যতটা এগুচ্ছে আমার এই জীবনের দেয়ালমুখি যান। দেয়ালের… Continue Reading →
অংকের হিসেব মেলাতে পারিনে আজকাল কবিতে কবিতায় সমীকরণ পেয়ে যাই অনবরত যে ছিল কবি একদা আমার পরিচয়ে অকস্মাৎ দেখি সেই-ই তো হয়ে গেল কবিতা আমার । পুরোনো ডায়েরির পাতায় লেখা শব্দরা সব এখন দেখি হেঁটে যায় তোমারই শষ্য ক্ষেতের আল… Continue Reading →
একদা এক চিলতে উঠোনে আমার চিরকুটে তোমার ফুটেছিল ফুল প্রথম প্রেমের মুকুল বলেই বোঝেনি তোমার কিশোরী মন। জ্যামিতির কঠিন উপপাদ্যের পাতার ভাজে এ কী উপহার প্রাপ্তি তখনও বোঝেনি চিলতে উঠোনে যে সলতে জ্বালাবে পদ্ম-প্রেমের। সঙ্কোচে আনন্দে কেটে গেছে বিলক্ষণ এ… Continue Reading →
সারাটা দিন আকাশে জমাট মেঘ আশা ছিল নামবে বৃষ্টি কই বৃষ্টিতো নামলো না। সারাটা দিন রেল লাইন ধরে চললো গাড়ি আশা ছিল থামবে ট্রেন কই ট্রেনতো আর থামলো না। সারাটি দিন বাগানে আমার একটি ফুলের কলি আশা ছিল ফুল ফুটবে… Continue Reading →
ঝুম বৃষ্টিতে নাই-ই বা ভেজালে মন আমার পশলা বৃষ্টি হয়ে এসো মরু মনে। খরতাপে নাই-ই বা যোগালে উত্তাপ আমায় হাল্কা রোদের উষ্ণতা নিয়ে এসো বনে। প্রস্ফুটিত গোলাপের সুবাস নাই-ই বা ছড়ালে উঠোনে আমার কুসুম-কলিতে সম্ভাবনা হয়ে এসো মরুভূমির বালুকারাশি হয়ে… Continue Reading →
কাঠবিড়ালি মন নিয়ে এতো ছুটোছুটি এ-গাছ থেকে ও-গাছ, কিংবা এ-ডাল থেকে ও-ডাল তাতে কতটুকু শান্তিই বা খুঁজে পাও খাদ্যের সন্ধানে না হয় নিত্যই ভাসাও নাও তাতে উদর-পূর্তি হবে বেশ ফুর্তিতেই কিন্তু হৃদয় ভরানোর আশ্বাস কোথায় বা পাবে তুমি । আদম-দম্পতির… Continue Reading →
Lost in the Riddle of Time I often get confused. I would have rather preferred A timeless globe In a flawless flow Where the time knows no bound Nor the humanity. Where we all are happily lost in oneness. Through… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা