সেদিনকার এক গোধূলি সময়ে যখন অস্ত যায়নি সূর্য পুরোটা চাঁদ ও ওঠেনি পূর্ণিমার উঠোনে, নীলকন্ঠি পাখিটা বলে উঠলো কবিতার সঙ্গে কিসের এত ঢলাঢলি সেই কি তবে তোমার প্রথম প্রেম ! হতবাক অরিন্দম অগত্যা বলে কবিতার বাহ্য মোড়কে আবৃত প্রথম প্রেম… Continue Reading →
জগতের তাবত্ প্রেমিকেরা সেই কোন কাল থেকে খোঁজেন কেবল মোনালিসার একচিলতে হাসি প্রেয়সীর ঠোঁটে। সেই যে কবে কোন কালে দ্য ভিঞ্চি এঁকেছিলেন সেই ছবিটা প্রেমের এ দূর্মূল্যের বাজারে অমূল্য হয়ে রইল সেই ছবিটা প্রেমিক-পুরুষদের মনে । শোনো তবে , কানে… Continue Reading →
কবিতায় কবিতা আনিস আহমেদ একালে এবং সেকালেও সকালে ও বিকালেও এতটাই কাটা-ছেড়া এতটাই ভাঙা বেড়া যে তুমি যত হয়েছ রক্তাক্ত আমি ঠিক ততটাই ঘর্মাক্ত । শব্দদের করেছি চৌচির বিশেষজ্ঞ যেন এক বীর খুঁজেছি অযথা চিত্রকল্প বুঝিনি পেছনের গল্প উতপ্রেক্ষা কিংবা… Continue Reading →
ও চোখে টল মল করা জল দেখে বিষাদের প্রসাদ পেয়ে যাই অকষ্মাত্ ঊনিশ শতকের সেই রোমান্টিক কবির মতো আমি ও গাইতে চাই মিষ্টি কোন গান। বেদনার কূপ খুঁড়ে পেতে চাই আনন্দ ভুরি ভুরি। কিন্তু আমিতো কবি নই, ছিলাম না কষ্মিনকালেও… Continue Reading →
এখনতো দেখি অন্য এক সকাল শহিদ মিনারের ফুলগুলো গেল শুকিয়ে অবশিষ্ট যে ফুল, সেতো অনায়াসে টোকাইরা সব নিলো টুকিয়ে। এখনতো আর পাঞ্জাবির হাতায় আঁকা রবে না অক্ষরেরা কেউ এখনতো আর শাড়ির আঁচলে বর্ণমালারা তুলবে না কোন ঢেউ। এখনতো আমার ইংরেজিতে… Continue Reading →
বিশাল এক বৃক্ষ রক্ষা করে প্রতিনিয়তই আমাদের তার ছায়াময় ছাতা নিজেই রাখে ধরে আমার অনুর্বর মস্তিস্কের উপর। পরদেশী প্রভাবে অক্ষরেরা আর পারেনা তো পলাতক হতে কখনই মস্তিস্ক থেকে হৃদয়ের গহীন অনুভবে একেকজন হয়ে ওঠে কবিতা কেবল। সেই যে বিশাল বৃক্ষ… Continue Reading →
অরিন্দমের তানপুরাটায় ধূলো জমছে প্রতিনয়ত সেই যে একদা কৈশোরে কিনেছিল সঙ্গীতের ইঙ্গিতবাহী এই যন্ত্রখানি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল সুরের মূর্চ্ছনা বার বার তবু কখনও সঙ্গত হয়নি নিজ কন্ঠ তার। প্রাগৈতিহাসিক পাথর ঘষে প্রেমের আগুন যতবার গেছে জ্বালাতে অরণি ততবারই নিভেছে সে… Continue Reading →
বন্দি রাখার নানান ফন্দিতে আটকে পড়ি আজকাল আমি করোনাকালের বন্দীত্ব ঘোঁচেনি তাই পথের ভ্রমণে আমি গৃহগামি ঘোঁচেনি এখনও বিধিনিষেধ কোন বেড়াজালে আঁটকে আছে দেহখানি চতুর্দিকে বাধার পাহাড় উচ্চ করে শির মনকে তো মানাতে এখনও পারিনি। কখনও ঊষা থেকেই বন্দি থাকি… Continue Reading →
স্বপ্নকে ছুঁবো বলে একদিন দৌড়াতাম প্রচন্ড বেগে স্বপ্ন তখন সেই লাল ফিতার এক প্রান্ত রেখা মাত্র যেখানে বাঁশির আওয়াজে থমকে যেতাম আপনা থেকেই। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে নিরীহ নিষ্কন্টক স্বপ্ন প্রাপ্তির সুখ। স্বপ্নের দৈর্ঘ্য তখন শুধু একশ’ হাত অথবা… Continue Reading →
প্রকৃতিটা আজ ঠিক মানুষের মতোই উজ্জ্বল ও উষ্ণ বাইরে থেকে আন্তরিক এতটাই যে মনে হয় আলিঙ্গনে পাবো উষ্ণতার আস্বাদ । আর ভেতরে সে বড্ড ছলনাময়ী হৃদয় তার হিমেল বরফে আচ্ছন্ন এক কঠিন কুটিলতায় ভরে আসা মন সেখানে না আছে প্রশান্তি,… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা