বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

নিঃসঙ্গ অরিন্দম, অতএব…

অরিন্দম ভেবেছিল করোনার এ করাল গ্রাসে কে বা কারে আর ভালোবাসে সঙ্গনিরোধতো এখন সঙ্গী-নিরোধই বটে। দেখা হয়েছিল অকস্মাত্ প্রায় জনশুন্য এক ফুটপাথে মুখোশে আবৃত চিরচেনা অরণির সাথে চোখ দেখেই চিনেছিল আবৃত সেই অবয়বকে। অতএব অকষ্মাত্  থমকে দাঁড়ানো পরিচিত সেই পথ-পাশে… Continue Reading →

ক্ষয়িষ্ণু সময়

গলির ধারের মতলুব মিয়ার  সুঁই-সুতোর এ-ফোঁড় ও -ফোঁড় কিংবা সেলাইয়ের কলেই  পায়ের ছন্দেই রুটি-রুজির সঙ্গে মিশে আছে যার নৃত্যানন্দ যেন বা , নিত্যানন্দতো বটেই; যাকে দর্জি বলে এসছি আশৈশব  , খলিফা  বলে গাঁয়ের লোক  — তাতেই খুশি ও , জানেনা… Continue Reading →

অঙ্ক ও অনুভব

পাটীগণিতের হিসেবটুকু কখনও বুঝিনি আমি যদিও ভাগের চেয়ে গুণ , এবং বিয়োগের চেয়ে যোগ আকর্ষণ করেছে বরাবর, বিভাজনের এই সংস্কৃতি সত্বেও  যোগ ও গুণের মধ্যে আছে সঙ্গতি এক প্রকার, যেমনটি দেকার্তে  বলেছিলেন একদা, গণিত সঙ্গীতের মতই তেমনটি ঘটেনি আমাদের  প্রিয়-পরিচিত… Continue Reading →

আলো, একান্ত আঁধারেরই

ল্যাম্পপোস্টের মতোই দাঁড়িয়ে থাকা একাকী অন্ধকারের প্রাত্যহিক সঙ্গী হয়ে আঁধারের সঙ্গে আলাপন প্রত্যহই বন্ধুত্ব যতটা ,বৈরিতা বুঝি তার চেয়ে বেশী । আলোর অনাবিল উৎস হিসেবে অবস্থান যদিও , অন্ধকারের সঙ্গেই দেওয়া-নেওয়া অনুচ্চারিত কথোপকথন, অনুভবের আঙ্গিনায় অক্লান্ত এক অনড় অস্তিত্ব নিয়েই… Continue Reading →

বঞ্চনা তবুও

প্রান্তিক পাখি বলেই খুঁটে খাবার দায় গৃহহীন ঘাড়ে বহন করে যারা পক্ষী –বিশারদদের আলোচনার আলো থেকে বঞ্চিত তারা প্রতিদিন আবর্জনার আয়োজন থেকে বেরিয়ে আসবে অকষ্মাৎ সেই সামর্থ কই তার নেড়ি কুকুরের ধমক সয়ে যায় প্রায়শই কখনও বা হয় আগ বাড়িয়েই… Continue Reading →

An Ode to Boishakh

For ever with my heart’s allegiance to Boishakh And with the unquestionable trust I bow To the unspoken grandeur of this month. I know when the warmth turns into heat People may turn their face away, the thirst Makes them… Continue Reading →

আসন্ন বৈশাখের বিষন্নতা

রমনার বটমূল নাকি শূন্য থাকবে এবারও সুরকে করেছে অসুর অণুজীব কন্ঠকে করেছে রুদ্ধবাক। এ কষ্ট জানি যতটা আমার, ততটাই সবারও । প্রভাতের সূর্যোদয়ে এবারও গাইবে না কেউ কোন ঘরের দ্বার খোলার গান নিস্তব্ধতার কাফনে ঢেকে গেছে সব এখন বৃথাই খুঁজি… Continue Reading →

ভালোবাসাওতো ভার্চুয়াল

বিমূর্ত ভালোবাসাও মূর্তমান হয় দেখা হয় যখন তোমার সাথে ঘোর অমাবস্যার নিকষ কালোরা পালায় চাঁদ হয়ে আসো যখন গভীর রাতে। অনুজীবেদের অনুকম্পায় ইদানিং ভালোবাসাও থাকে ছ’ফুট দূরে আমি শুধু প্রতীক্ষায় থাকি দিনরাত মাঝে মাঝে চাই তাকে বেসুরো সুরে। ভার্চুয়াল আর… Continue Reading →

অগত্যা বিষন্নতায় সমর্পণ

বিরামহীন এই যে অশ্রুপাত বসন্ত বিকেলের এই যে বিষন্নতা তারই সঙ্গেতো সংলাপ আমার কিঞ্চিত্ মঞ্চের মধ্যখানে একেবারে বাকিটা পাদপ্রদীপের আলোর বাইরে। তুমিওতো জানো বন্ধু, হে বিষন্নতা চারিদিক যখন দোলে দোদুল্যমান এবং পোশাকি বসন্ত প্রকাশমান তখনও তোমার চোখের আকাশে জমে থাকে… Continue Reading →

স্বপ্নের সমান তুমি

কে বলে স্বপ্নরা জন্মায় না কখনই কে বলে স্বপ্নরা শুধু আসে গভীর ঘুমে আমিতো জানি স্বপ্ন জন্মেছিল জাগরণে এবং জাগাতে জনতাকে সর্বক্ষণে । স্বপ্ন এসেছিল মধুমতি নদী বেয়ে স্বপ্ন এসেছিল এক বাস্তবের পথ চেয়ে । স্বপ্নের সোপান বেয়ে উঠেছিলে তুমি… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑