বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Author Anis Ahmed

উনুনের উত্তাপ

মাঘের শীত যখন বাঘের গায়ে যখন  ভাঁপা পিঠার আলতো স্পর্শ ঠোঁট ছুঁতো তখন তাপের প্রত্যাশায় গিয়ে দাঁড়াতাম পূবের ঐ বারান্দায়, এখনও দাঁড়াই গিয়ে ভিন দেশের অন্য কোন এক ঝুল বারান্দায়  উজ্জ্বল রোদের সমাবেশে নাইতে ইচ্ছে করে প্রচন্ড আশা নিয়ে তাকিয়ে… Continue Reading →

ওভারকোট

আমারই মতো ক্লজেটের ঐ ওভারকোটটা একাকী ঝুলে আছে দুই শীত জুড়ে না এমনতো নয় শীতার্ত দিনেরা আসেনি কখনও এমনওতো নয় যে উষ্ণতার অভাব কাটেনি কখনও। তবুও যে দামি সেই ওভারকোট এখন ধূলায় ধূসরিত পরিত্যক্ত কোন অচল যন্ত্রযান যেন বা গতিহীন… Continue Reading →

কাজলা নদীর প্রতি

কাজল রেখার পাশেই হেঁটে যাই প্রতিদিন বড় ইচ্ছে করে কাজলা নদীতে সাঁতার দেবো কাজল কিংবা মাস্কারাকে বড় ঈর্ষা হয় আজকাল তারা তোমারই আস্কারাতে ঘোরে ঐ কাজলা নদীর তীরে। কোন এক সুদূরে বসে দেখি সেই দৃশ্য প্রতিনিয়ত বড় ইচ্ছে করে কাজল… Continue Reading →

হিমেল সময়

মাকড়সা মনেরা সব পড়েই থাকে আজকাল অন্তর্জালের আবর্তে অন্তরে পৌছুনোর একবুক  প্রত্যাশা নিয়ে। অন্তত অন্তর যদি পেয়েই যায় অকষ্মাত্ তা হলে প্রেমের এ খেলায় হবে নির্ঘাত বাজিমাত। কিন্তু হায় অন্তরতো পায় না খুঁজে কেউ পায় কেবল জালেরই জালিয়াতি অন্তর্জালের বিশাল… Continue Reading →

নিঃসঙ্গতার সংজ্ঞা

এত মানুষের ভিড়ে প্রাত্যহিক কর্ম-কোলাহলে হাসির ফোয়ারায়, থাকি উচ্ছসিত আনন্দে তবু কেন থেকে যাই বরাবরের মতো একান্তই একা।   কথার ফুলঝুরি ঝরে সকাল-সন্ধ্যা বাক বাকুম বাক্যে ভ’রে যায় শ্রোতাদের কর্ণ-কুহর জানিনে শুরু কোথায়, কোথায়ই বা সমাপ্তি- রেখা। কত যে কথকতা,… Continue Reading →

কেবলই পরিহাস

কাল যাদের ছবি ছিল গাছে গাছে   আমারই আই-ফোনের ক্যামেরায় এবং ফেইসবুকের পাতায় ছিল লাইক-লাভের অকৃপণ ছড়াছড়ি সেই পতিত পাতাদের আজ মাড়িয়ে গেলাম নিতান্ত অবজ্ঞা কিংবা অন্তত নিজেরই অলক্ষ্যে।  মচমচ শব্দে শোনা গেল বেদনার বাদন ভাবলাম আমি, এ বুঝি সঙ্গীতের… Continue Reading →

হৈমন্তি পাতা: তুমি এবং আমি

ঝরে পড়বে যে পাতা অচিরেই হেমন্তের সেই হলদে পাতা দেখে দেখি মুগ্ধতা তোমার চিরল চোখে হতবাক হয়ে যাই মাঝে মাঝে সেই হলদে পাতাদেরও ক্ষণিক আস্ফালন দেখে। গৌরব নয় তেমন, যেমন গর্বে ফোলায় বুক পাতা-ঝরার সময়টাতে পাতারাইতো সব। আর বিশ্বের তাবত্… Continue Reading →

কবিতায় কথা, কবিতারই কথা

চিত্র: জুনিয়ার কর্পা

শোক ও শক্তির কথা

ভোরের শিশিরে এখনও দেখি তোমাকে ঠিক ততটাই যতটা দেখি বোশেখী রোদে মানচিত্র ছিঁড়তে চাইছিল যে শকুনেরা একদা তারই অক্ষত চিত্রপটে দেখি প্রত্যহই তোমায় । তোমার তর্জনীতে এখনও খুঁজে পাই আমি সেই বজ্র নিনাদ, একদা যে জাগিয়েছিল আমায়। এখনও আমি জেগে… Continue Reading →

শ্রাবণের শোক

শ্রাবণ এলেই মনে পড়ে যায় অশ্রুতে টইটুম্বুর সেই চায়ের কাপের কথা অথচ কি জানেন সে দিন বৃষ্টি পড়েনি তেমন মেঘেদের মিতালি ছিল অন্যরকম ফিস ফিস করে বলছিল কথা যেমনটি বলে বিশ্বের তাবত্ ষড়যন্ত্রকারী এবং আচ্ছন্ন করে রেখেছিল মুক্তির আকাশখানি আচমকা… Continue Reading →

« Older posts Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑