পাওয়া না-পাওয়ার সীমান্তরেখায়

বাগানে এখনও কাঠবিড়ালীদের অকারণ দৌড়ঝাঁপ
আমিও ঝাঁপি খুলে বসে থাকি কখন আসবে তুমি
আমার এই পসরা-রাখা মোড়ের মুদি দোকানে
বোতল-ভরা ভালোবাসা থাকে থরে থরে সাজানো

তুমি আসো না ‘ক আর হাওয়ায় ওড়ানো উড়িয়ে ওড়না
আমার আঙিনা বসন্ত বিকেলেও থেকে যায় বিবর্ণা।

জানি ক্যাকটাসের কাঁটা ভেদ করে ফুটবে ফণিমনসার ফুল
তবু চৌকিদার কাঁটাদের বাধায় আটকে যায় হৃদয় আমার
হলদে হয়ে যায় যুগপৎ জ্বর ও জন্ডিসে একদা তরতাজা এ মন
ভালোবাসায় সঞ্চালিত ঊষ্ণ রক্ত এখন তোমার ব্লকেডের মুখোমুখি ।

প্রেমের প্রতিবন্ধকতা সরাবে আজ কোথায় তেমন শৈল্যচিকিৎসক
ক্ষণিক মিলন , ক্ষণিক বিরহ, এ কেমন তরো নিষ্ঠুর ছক ।

সাপ-লুডুর ঘুটির মতো কখনও উঠে যাই তর তর করে হৃদয়ে তোমার
কখনও বিষাক্ত ছোবলে অবশ করে দাও এ মন ও দেহ একাধারে
এক বুক মেরু সাগরের হিম নিয়ে ঘুমাই , বৈশাখি বিকেলেও আমি
কাল -বৈশাখির আচমকা আক্রমণে ঝরে যায় ফুল ফলা ফলানোরও আগে ।

অপূর্ণ প্রেমের যন্ত্রনায় কাটে, পুর্ণ প্রাণের যা আছে চা্ওয়া
ভালোবাসার ফুল ফোটাবো তবু হোক পাওয়া কিংবা না-পাওয়া

৬ই মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *