কবিতার শব্দগুলো এখন পলাতকা চাঁদের মতো
ধূসর মেঘের আড়ালে দিয়েছে গা ঢাকা
বিষাদের স্বাদটুকু পেতে চায় না সে আর
তাই স্বপ্নের চাদরে লুকোয় কলস ভরা কান্না।
তোমার উষ্ণতাটুকু পেতে কাছে গিয়েছিলাম আমি
দিলে কেবল বৈশাখি উত্তাপ এতটাই তীব্রতায়
যে ঝড়ে গেল ভেঙ্গে সদ্য গড়া মাটির কুটির আমার
জৈষ্ঠ্যের ঘামে ভেজা শার্টে ফিরে এলাম ভাঙা ঘরে আবার।
এখন তুমি বাগান বিলাস ফুলে সাজাও নিজেকে
ব্যতিব্যস্ত পথে গাড়ির ভেঁপুতে হারায় আমার বাঁশির সুরটুকু
মাস্কারা মাখা তোমার চোখে যেটুকু আস্কারা পেয়েছিলাম একদা
এখন মনে হয় সে তো কেবলই মস্করা, ব্যথা কেবল আমারই একার।
হাত-ভরা চূড়ি ভাঙ্গলে, হঠাৎ কেঁদে ভাসাও বুক
আর মন ভাঙ্গলে আমার , মুচকি হাসিতে ভরাও মুখ
২রা মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed