পায়রাটাকে আজকাল আর খুজে পাই না
সেই প্রিয়-পরিচিত পায়রাটা
একদা বসেছিল বার্লিনের সেই দেওয়ালে
ভেঙ্গে যাওয়া দেয়ালটাই যেন
বিভাজনের বিরুদ্ধে ছিল এক প্রতিবাদ
স্বপ্নে মনে হয়েছিল যেন ওই পায়রাটাই
খুটে খুটে খেলো বিভাজনের দেয়াল,
এই কী তবে সেই শান্তির পায়রা
আজকালতো আর পাই না খুজে তারে
অশান্তির দেয়াল তাই উঠছে চারিধারে।
শিশুর কান্না শুনি গাজা এবং ইরানে
ইউক্রেনও মুক্ত নয় বিভাজনের এ বিধানে
ইসরায়েলেও শুনি একই কান্নার আওয়াজ
চলে চতুর্দিকে যুদ্ধের সাজ সাজ ।
কান্নার ধ্বনিতে দেখি নাতো কোন তফাত
যুদ্ধংদেহীরা ভাবে, করছে তারা বাজিমাত।
আহা! বাংলাদেশও আজ বিভাজনের বিভ্রাটে বিমর্ষ
ফিরে আসুক আবার একাত্তরের সেই হারানো মুক্তি-বর্ষ
June 22, 2025; Maryland
Copyright@ anisahmed