অরিন্দমের টুকরো অনুভূতি

অরিন্দমের ইদানিং বড় ঈর্ষা হয় ঈশ্বরের শিল্পিসত্তাকে,
সযত্নে যিনি এঁকে যান শৈল্পিক তূলিতে অরণির তুলতুলে চিত্র।
কখনো মনে হয় কাঁচের পুতুল সে, ছুঁলেই হয়ত যাবে ভেঙ্গে
কখনও বা মনে হয় হাওয়াই মেঠাইয়ের গোলাপি তুলো যাবে গ’লে
জিহ্বার সনাতন স্পর্শে ।তূলির তুলেতুলে পরশে জেগে ওঠে অরণি আবার
নানান ভঙ্গির সঙ্গি হয় সে , ঝরা পাতারা তখন সঙ্গীতে মুখর।

ঈশ্বরের কী আশ্চর্য পক্ষপাতিত্ব তরুণী অরণির প্রতি বরাবর
সনাতন কাঠ পেন্সিলে এঁকে চলেন তিনি দেহ-নদীর প্রতি বাঁক
কখনও আঁকেন তিনি অরণিকে অপরূপ এক অরুনিমা রঙে
কখনও রাখেন তাকে চাঁদের স্নিগ্ধতায় গোধুলির এক কোমল উষ্ণতায়
আবার দেখি সলাজ হাসিতে নিজের মধ্যে নিমজ্জিত চোখের পলক
রহস্যের রূপ ঢাকা থাকে বাসন্তি পোশাকের গভীর অন্তরালে

সুর্যকে করে আড়াল যেমন তেমনি নেমে আসে একগুচ্ছ চুল অরণির
যেন গ্রহণ লেগেছে,ঊষ্ণ আঙ্গিনায় , বঞ্চিত হয় অরিন্দম এ ধরণীর।

৩০শে এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *