জাগরণ এবং নিদ্রার মধ্যে যে এক চিলতে অবকাশ
যাকে অভিধানে তন্দ্রা নামে অভিহিত করা হয়
সেই তন্দ্রায় আচ্ছন্ন এক উঠোন-রাতে
কখন যে তুমি চুপি চুপি পায়ে চলে আসো
বনবিহারিনী হরিণীর মতো কচি ঘাসের কোমল স্পর্শে
সবুজ পাতারা লোলুপ চোখে দেখে তোমার ঈষৎ বাঁকা শরীর
আর ঈর্ষায় কাঁপে ঝরে পড়া শুকনো পাতার দল
আমারই মতো কিংকর্তব্যবিমূঢ় ,চেয়ে থাকে তোমার দিকে।
থমকে থাকি আমিও, তন্দ্রা থেকে নিদ্রায় যেতে চাইনে সহসা
পাছে গভীর ঘুমের নিকষ আঁধারে হারাও যদি তুমি
স্বপ্ন সাগরে চাইনে দেখতে কেবল ডুবে যাওয়া তোমার বুদ্বুদটুকু
তার চেয়ে এই বুঝি ভালো আমার তন্দ্রায়, বিনিদ্র থাকো তুমি
আধ-খোলা চোখে দৃষ্টি বিনিময় হোক , অন্য বহু চোখ এড়িয়ে
ব্যাগভর্তি ভালোবাসা নিয়ে আসো যখন আমার এই প্রিয়-প্রাঙ্গনে
কেনই বা বেঘোরে ঘুমাবো তখন , না শুনে বাসরের বাঁশি
কেনই বা হারাবো কোন দূরহ দূঃস্বপ্নে , ঘুমের কোলে অযথা ঢলে ।
তন্দ্রাই ভাল আমার , জাগরণে হারা্ও তুমি, পাইনা সহজে খুঁজে
চাইনা গভীর কোন ঘুম আমি , তন্দ্রায় দেখি তোমায় চোখটুকু বুজে
২৩শে এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed