হঠাৎ এক দমকা হা্ওয়ায় ছবি থেকে ছায়ায় হারালে তুমি
এখনো অন্ধকার নয় সবটুকু জানি কিন্তু ধূসরতা করেছে গ্রাস
গোধূলির হাল্কা আলোতে হেঁটে যাও তুমি , ক্রমশই ফ্যাকাশে হয়
আমার স্বপ্নটুকু। রবীন্দ্রনাথ বৃথাই বলেছিলেন কোন এক বসন্ত বিকেলে
“আজ তোমার রঙে রঙ মেশাতে হবে”, বাসন্তী তো আজ বর্ণবিহীন
বড় জোর সাদা কালোয় আচ্ছাদিত ,তোমার একদা রঙিন চিত্রসব
সমান্তরালে স্বপ্ন আমার ক্রমশই ফিকে হয়ে আসে এবং অবশেষে
এক ঘোর অন্ধকার নেমে আসে স্বপ্নের অমন নিকোনো উঠোন জুড়ে।
তোমার শব্দগুলো অনু-কবিতার মতো এখনও বাজে সেতারের শব্দে
তানপুরার তারে তোলে আশ্চর্য এক উষ্ণ এবং অনাগত আবেদন
তার পর গলে যায় নিভৃতে যেন জিভে নেওয়া ল্যাভেনচুসের মতোই
শব্দগুলো তোমার এতটাই সংক্ষিপ্ত যে মূহুর্তেই মেলায় এক অপার শুণ্যতায়
আমি তোমার শব্দহীনতায় আক্রান্ত থাকি, অতঃপর দ্রুত পালাই
স্বপ্নের প্রিয় প্রাঙ্গন তখন আমাকে দেয় যত আশ্রয় , তার অধিক পাই প্রশ্রয়
তা নইলে অর্থহীন হতো তোমার দিকে এগিয়ে যা্ওয়া এতো সব শব্দের মিছিল
পথেই থমকে যেতো কোন এক অভিভাবকের পুলিশি ব্যারিকেডে ।
শব্দতে বড়ই কৃপণ তুমি , ঠিক যতটা আমার আছে শব্দের আতিশয্য
পদ্মার ঢেউয়ে প্রেমের এ বন্যা, আর কতকাল করবে তুমি সহ্য।
২৩শে এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed