কোন কোন ছবি আছে
যা ঈশ্বরই আঁকেন কেবল কোমল কোন তুলিতে
কোন কোন ছবি আছে
যেখানে উর্বশী নেমে আসেন মর্ত্যের ভূমিতে
কোন কোন ছবি আছে
হারায় না যা বাহ্যিক চাকচিক্যের আড়ালে
কোন কোন ছবি আছে
যা যায় না পাওয়া কেবলই হাত বাড়ালে ।
কোন কোন ছবি আছে
যাতে লজ্জায় আনত থাকে চোখ দুটি প্রেয়সীর
কোন কোন ছবি আছে
যা অকস্মাৎ দেখে বলি এই তো ছবি শ্রেয়শীর।
কোন কোন ছবি আছে
যেখানে রহস্যের আড়ালে ঢাকে নিজেকে বার বার
কোন কোন ছবি আছে
যেখানে রহস্য উন্মোচনের ইঙ্গিতও থাকে তার।
কোন কোন ছবি আছে
যেখানে সুন্দরেরা থেকে যায় অর্ধ-উন্মোচিত
কোন কোন ছবি আছে
যার পুর্ণতা প্রাপ্তিতে থেকে যাই বঞ্চিত ।
কোন কোন ছবি আছে
যা শুকনো পাতাদের ভেজায় অনবরত
কোন কোন ছবি আছে
যা চিত্তে আনে চাঞ্চল্য অবিরত ।
কোন কোন ছবি আছে
নিমগ্ন থাকে সে বিভোর কোন স্বপনে
কোন কোন ছবি আছে
যা দেখে ইচ্ছে হয় প্রেমের বীজ বপনে
কোন কোন ছবি আছে
দেখে মনে হয় প্রতীক্ষা তার, কে ভাঙাবে লজ্জা
কোন কোন ছবি আছে
দেখে ইচ্ছে হয় , হয়ে যাই যেন তার ফুল সজ্জা।
২২শে এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed