আর কখনো কবিতা লিখবো না

আজ ঠিক এই মূহুর্তে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম ……
না , না ভুল বললাম , তোমাকে ছুঁবো কী করে
তুমিতো পলাতকা হরিণি ,হারাও বার বার, কখনও কেবল
সবুজের আবর্তে , সুন্দরী গাছেরা হয় তোমার সখি তখন
কিংবা হেমন্তের বাতাসে উড়ে আসা শুকনো পাতাদের মাঝে
তুমিই কেবল ভেজো অনায়াসে, ভেজাও আমার চোখের মণিও।

প্রতিজ্ঞা করছি প্রত্যয়ে প্রদীপ্ত কন্ঠে আর কখনও কবিতা লিখবো না আমি
অক্ষরের বন্ধনে বাঁধবো না তোমায় অযথা, শব্দের অলংকারে আর
সাজাবো না তোমার সাজানো-গোছানো অঢেল নিটোল যৌবনকে
অমিত্রাক্ষর কবিতার মতো তুমিতো প্রত্যাখ্যান করো প্রেমিক-মিত্রকে
আর প্রেমেন্দ্র মিত্রের কবিতারাও সব কেঁদে বেড়ায় তোমারই চারপাশে
সাত পাকে বাঁধার ধাঁধাঁর পায় না তো কোন জবাব কস্মিন কালেও ।

প্রতিজ্ঞা করছি কখনও আর কার্ণিশের কাছে এসে বাজাবো না কৃষ্ণের বাঁশি
পাড়াতুতো ভাইয়েদের দলে ভিড়ে বাজাবো না শীষ , দেবেই না যখন আশীষ
হরিণীদের কবে কখন কাবু করেছে কোন কচ্ছপ সে কথা লেখা নেই ইতিহাসে
পুকুর ঘাটেই তার দাপাদাপি যত , পারে না যেতে হৃদয়ের গহীন সাগরে
যেখানে তোমার রঙিন স্বপ্নরা সব সাঁতার কাটে , সমুদ্রে ওঠে রংধনু ভেসে
সাঁতার না জানা এ মন বড় জোর বালিতে দেখে কাঁকড়াদের অনর্থক যাওয়া-আসা।

কিন্তু তোমাকে না ছুঁয়ে , তোমাকে না ছোঁয়ার এ প্রতিজ্ঞা তো হবে না পূরণ কখনই
তাই, বলি কি জানো, স্বপ্নের উঠোনে অন্তত একটিবার হলেও চলে এসো এখনই
তার পর ছোঁবো আমি তোমাকেই , মৃদু স্পর্শে কেঁপে উঠবে মন এবং দেহ তোমার
কবিতা লেখার সেখানেই হবে ইতি , কারণ সম্মুখে দাঁড়ানো যে সেতো কবিতাই আমার।

২০শে এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *