রাততো অনেক হলো, ঘুমোও না কেন?

মাথায় হাত বুলিয়ে বললেন মা।

ঘুমালেতো স্বপ্ন দেখবো হয়ত কেবল,

আমার সোজা সাপ্টা জবাব যেন।

সমস্যা কি? স্বপ্ন দেখাতো ভাল, বললেন মা

স্বপ্নতো দেখছি প্রতিনিয়তই আমি

…. তাহ’লে সমস্যা কোথায়?

সেটো কেবল জানেন অন্তর্যামী।


জানতে কি ইচ্ছে করে না, আমারও

–তাতো করতেই পারে হয়ত

তা হ’লে বললে না যে আবারও ?

ঘুম ভাঙলেই দেখি স্বপ্নের বিপরীতের সত্য

বাহাত্তুরে দেখেছিলাম তোমাকে যেমনটি মা

এখনতো পাচ্ছি বিপরীত সব তত্ত্ব!


আর মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি এমনই

যে ঘুমাতে চায় না মন

তার চেয়ে ক্লান্ত শরীরে জেগে থাকাই ভাল

জানিনে কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ ।


মা তৎক্ষণাৎ বলেন আমার লাল-সবুজের এই বেশে

জাগবে মুক্তিযুদ্ধ , জাগবে সোনার বাংলা এই দেশে।


June 1, 2025; Maryland

Copyright@ anisahmed