প্রত্যাবর্তন

কাগজের পাতায় পাতায় আজকাল

অথবা ছোট্ট সেই রূপোলী পর্দায়

নিত্যই দেখি সূর্যোদয়ের খবর

জানিনে সে কী কোন সৃজনশীলতা

নাকি কেবলই কৃত্রিম বুদ্ধিমত্তা

যা গ্রাস করেছে আমাদের অসহায় বোধিকে

বিস্ময়ে বিমূঢ় হয়ে থাকি তাই

বিশাল এক মেঘমুক্ত আকাশ যদি পাই!

বসন্ত থেকে গ্রীষ্মের এই যে উত্তরণ

তাতে মুক্ত আকাশ কেবল মিডিয়ার পর্দায়

প্রকৃত প্রকৃতির আকাশে মিথ্যে এক রোদ্দুর

আড়ালে যার মেঘ রয়েছে পুঞ্জ পুঞ্জ।

তবু জ্বালিয়ে রাখি প্রত্যাশার প্রদীপখানি

যাতে দেখা যায় সত্য সুন্দর সেই ইতিহাস

যাকে লুকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে

একদল কিশোর-তরুণ, জেন-জির বটে।

তবু নিঃশ্বাসেই বিশ্বাস আমার জাগবে জেন-জি আবার

একাত্তরেই আছি আমরা, ফিরবে তারাও বার বার।

৯ই এপ্রিল ২০২৫, ম্যারিল্যান্ড

Copyright@ anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *