প্রেম হয় নোনতা যখন

ফ্যাকাশে রোদে অযথাই উষ্ণতা প্রার্থি আমি
আবহাওয়ার মতো বিশ্বের বিবি হাওয়ারাও ফাঁকি দেন নিয়তই
নইলে বাঁশি বাজালে রাধারা কেন নয় , কেন কেবল সর্পরা সব
অযথাই নেচে ওঠে, অসংখ্যবার বারেক বিভ্রাটে।

ওই যে তুমি , শুকনো পাতার ভীড়ে
একাকী নোয়াও মাথা , সলজ্জ হাসিতে লুকাও মুখ
খসে পড়া আঁচলের গিটে গিটে বাঁধা পড়তে চাই যতবার
ততবারই গিরগিটেরা আনাগোনা করে নীরবে নিস্তরঙ্গে।

বোঝো না ক’ তুমি রমনীয় রোমান্সের মর্ম ব্যথা আদৌ
পাতার মর্মরে হারায় সলাজে সুরেরা আমার
তোমার ঐ দেহ-নদীর বাঁকে বাঁকে, যত ওঠে ঢেউ
শুকনো পাতারাও সবুজ হয়ে যায়, আমি হই লজ্জায় লাল।

ভালোবাসার আঙ্গিনায় আগাছাদের আজকাল এতই আনাগোনা
প্রেমের মিষ্টি অনুভবগুলোও তাই অচিরেই হয়ে যায় নোনা।

১৭ই এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *