চা’য়ের কাপে ঝড়

অরিন্দমের ভালোবাসা এখন পুরোনো এক বরফগলা নদী
অক্ষরের দেয়াল ডিঙিয়ে বহমান হৃদয়ের কাছাকাছি আসে
যেখানে অরণির পাথর মন, আগুন জ্বালায় নিজেরই স্পর্শে
উত্তাপের ঊষ্ণতায় রোদ পোহায় শীত-বসন্তের সীমান্ত জুড়ে ।

আগুনের সেই একটুকু আঁচ পাওয়ার আনন্দেই তো কাছে যাওয়া
ঝুল বারান্দায় হাল্কা হলদে রোদে নরম হাতে রেখে হাত
বিমূর্ত বাগানে হেঁটে চলা, একেবারেই লক্ষ্যবিহীন যাত্রী যেন
অকস্মাৎ দেখে সে বসে আছে একাকি, যেমন ছিল একদা।

চাওয়ার অনুভূতি নিয়ে চেয়ে দেখে চা’য়ের সেই পুরোনো কাপে
প্রতিচ্ছবি নেই কোন , আছে শুধু ভেজা লিপস্টিকের শুকনো দাগ
হৃদয়ের সবটুকু রক্ত ক্ষরণ এখন ঐ চা’য়ের পেয়ালাকে কেন্দ্র করেই
সেখানেই সোনালি অতীত মিশে যায় ধূসর বর্তমানে ইদানিং।

অরণিকে পাবার আরণ্যক বাসনায় অরিন্দমের কাটে দিনরাত্রি
ভাঙা স্বপ্ন জোড়া লাগাতেই দেখে অরণি এখন দূর পাল্লার যাত্রী।

৬ই এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *