বিস্ময়কর এক বিভ্রান্তিতে বিচলিত আমি
ব্যাকরনিক বিভেদগুলো বুঝিনা একদম
আমি, তুমি কিংবা সে ‘র এই পার্থক্য
এই সব সর্বনাশা সর্বনামিক বিভাজন
ব্যাকরণে অকারণের এই শ্রেণীকরণ এবং
অতএব, মূঢ়তারা সব বিমূঢ় করে আমায়।
ক্লাসরুমে ব্যাকরণ পড়ার, পড়ানোর সেই অভিজ্ঞতায়
লজ্জিত হই আজকাল প্রায়শই কারণে-অকারণেই
অন্তরের সেই অন্তর্গত ব্যাকরণে পাইনাতো খুঁজে
আমাতে-তোমাতে কিংবা তাতে তফাৎ তেমন।
পদ্মা-মেঘনা-যমুনারও যথার্থ পার্থক্য বুঝিনা আদৌ
দেখি যখন নিশ্চিত নিম্গ্ন তারা বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে।
ব্যাকরণ কেবল নয় , অংক নিয়েও বিভ্রান্ত আমি আজকাল
সংখ্যার ডানের অসংখ্য শূন্যগুলো বাড়ায় মান সংখ্যার
অথচ শংকাই আনে মনে শূন্য, একাকী কিংবা বামে
এ কেমন তরো ধাঁধাঁ , বোঝেনা গণিতে অজ্ঞ এ মন
বোঝে না চৈত্র-বৈশাখের বাৎসরিক বিভাজনটুকু
সময় যেখানে অন্ত হয় , সেখানেই অন্তহীনও হয় নিরন্তর
সকালে-বিকালে কালের বিভাজনে হারাবে কী সব সর্বনাম
আমার কাছে অভিন্ন সকলেই , বুঝি তাই-ই তো সর্ব নাম
২রা এপ্রিল ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed