সেদিনের গোধূলি বেলায়
আকাশ তখন মেঘের চাদর মুড়ি দিয়ে
মাটির পৃথিবীকে দিল সেই প্রত্যাহিক চুম্বন
রোজ বিকেলের মত সিঁদুরে রঙে ভ’রে গেল
দিগন্ত রেখা , দিনের শেষ হয়েও যেন হলো না শেষ
আবার ফিরে আসার অমোঘ প্রতিশ্রুতি দিয়েই পালালো সূর্যটা।
হঠাৎ করেই বলে উঠলে
“আমার জন্য লেখো একটি কবিতা
শব্দের গাঁথুনিতে যেন প্রেমের পরশ থাকে নিশ্চিত”
ভালোবাসার শিশিরিগুলো ভিজিয়ে দেয় মনের আঙিনা
অক্ষরের পর অক্ষরের মালা গেঁথে পরিয়ে দিই তোমারই গলায়
এত কঠিন শর্ত অথচ এত কোমল অনুরোধ কেউতো করেনি আজ অবধি।
ভালো করেই জানো তুমি
ফরমায়েশি কবিতা লেখা হয় না আমার
এ তো রেকর্ডের গান নয় যে বাজাবো অনুরোধের আসরে
নব্য প্রেমিকও নই যে বইয়ের ভাঁজে গুঁজে দেবো দু লাইন ভালবাসা
দৈর্ঘে -প্রস্থে ভালোবাসার বিস্তার এতটাই যে কবিতার মাপে যাবে না মাপা
আহা জুয়েলি জাদু জানতাম যদি, তাহলে প্রেমকে বন্দি করতাম কবিতার কুঠুরিতে ।
অকস্মাৎ মনে হলো,কী সব ভাবছি আমি
ভাষা দিয়ে ভালোবাসা কেন মাপছি আমি
কবিতাতো লেখা হয়েছে তোমাকে নিয়ে সে কবেই
শব্দে নয় , নিঃশব্দেই তো লিখে চলেছি যুগল জীবনের কবিতা
অনুভুতিগুলি দিয়েছো তুমি, আমিতো গেঁথেছি শব্দের মালা।
গাঁথুনিটা হয়েছে শক্ত ঐ অনুভুতির অনুরণন অনুভবে প্রত্যহই
সংসারের সংশয়ে, বিস্ময়ে অথবা সুগভীর এক আস্থায় লেখা হয় কবিতা
এখন কি কিছু বুঝলে, স্পষ্ট হলো কী ধোঁয়াশা ঢাকা সেই পুরোনো ছবিটা।
২৬শে মার্চ ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed