শাস্তির ভয়েই থাকে তটস্থ হরদম বোকা এ মন
অথবা লোভের লালা পড়ে পুরস্কারের প্রত্যাশায়
তাই জীবনকে করে ফেলি যান্ত্রিক যন্ত্রনায় আবদ্ধ
গ্রন্থের সুত্রেই থাকে গ্রন্থিরা সব সারাদিন গ্রন্থিত ।
স্বর্গ-প্রত্যাশী এ মন আমার অপ্সারাদের সঙ্গম প্রত্যাশী বুঝি
নইলে সংযমের মূহুর্তরাও ফসকে যায় কেন বিকৃত কামনায়
কেন তবে চিত্রা নদীতে স্নান করেও খুঁজি হ্রদের অস্তিত্ব বার বার
হৃদয়ের ভালোবাসা কেন শুকোয় ছায়া-বীথির উষ্ণ উপমায়।
ঈশ্বরের যে ভালোবাসার ভাস্কর্যে আদমের নির্মিতি সেই আদিকালে
ভালোবাসার সেই প্রবাহ তো থামেনি জানি , আদম সন্তানের প্রতিও
মানুষেরই মাঝে ঈশ্বর বিরাজে, ঈশ্বরের মাঝে মানুষ
সৃষ্টি ও স্রষ্টার সুক্ষ সমীকরণ বুঝি না বলেই বিভ্রান্তিতে হই বিচ্যূত ।
আচার-সর্বস্ব ভীত প্রায় শ্রদ্ধা ! সেখানে প্রেমের পেখম মেলে না মন ময়ুরী
ঈশ্বরতো নন কোন পাঠশালার পন্ডিত যে প্রহারে হারাবে প্রেম চিরদিন
তাঁরই একান্ত আনন্দে সৃষ্টি যার একদা ঐ বিমূর্ত এক নন্দন কাননে
সে কী তবে পরিত্যক্ত হবে স্রষ্টার রোষে, যৎসামান্য কোন দোষে ।
তিরস্কার -পুরস্কারের এ গাণিতিক হিসেব পেরুতে বড্ড ইচ্ছে করে আমার
প্রেমের বিমূর্ত সমীকরণে মূর্তমান হোক ভালোবাসা একাধারে আমার ও তাঁর
২০শে মার্চ ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed