আজকাল এই বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্তিতে ভুগি আমি
হঠাৎই যেন শুনতে পাই দেদার বাংলা বলে যাচ্ছে কেউ
পাতাল রেলের ভিড়ের ভেতর শুনতে পাই বাংলা কথা
বাসের পেছনের আসন থেকে ভেসে আসে মায়ের ভাষা
চমকে থমকে গিয়ে তাকিয়ে দেখি, বাঙালিতো কেবল আমিই
বাকিরাতো কেউই ঠিক আমার মতো নয় , এ কী কেবলই কল্পবিলাস !
মাগুর মাছ ভেবে যে “ক্যাট ফিশ” আনি বাজারের থলে ভর্তি করে
কিংবা পমফ্রেটের ভেতরে খুঁজি রূপ-চাঁদার অমৃত আস্বাদ
সযত্নে যে লালন করি টবে লাগানো বেলি ফুলের চারা
হন্যে হয়ে খুঁজে বেড়াই যে অঘ্রাণেও পাকা কাঁঠালের ঘ্রাণ
লাউয়ের লতায় যে ভ’রে ওঠে আমার বিদেশ বাড়ির এই আঙ্গিনা
এর সবটুকুতেই তো খুঁজে বেড়াই লাল সবুজের সমারোহ ।
পুরোনো “কান্ট্রি সং”এ খুঁজি ভাটিয়ালির সুর, সবটাই কী ভ্রান্তিবিলাস
নাকি স্বদেশের নকশি কাঁথায় খানিক স্বপ্ন দেখার অপূর্ণ সে আশ ।
১৫ই মার্চ ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed