[* নেপালে বাংলাদেশের বিধ্বস্ত উড়োজাহাজে নিহতদের উদ্দেশ্যে]
শিশির বেদনায় কাল লেখা হলো এক কবিতা
ছন্দে ছন্দে আনন্দে নয়, ছন্দপতনের ছবিটা
কষ্টের মাতাল ঢেউয়ে ভাসায় মনের বনভূমি।
চলে গেলে অবশেষে, ভেবেছিলাম আসছো তুমি।
কথা ছিল নামবে তুমি মর্ত্যের এ ভূস্বর্গে
হারাবে সকাল সন্ধ্যা নান্দনিক নিঃসর্গে
অসংখ্য ছবিদের ভীড়ে ভরাবে অ্যালবাম
বন্ধুরা থাকবে ঘিরে তোমায় ডান-বাম।
অকস্মাৎ দুপুর না হতেই চলে গেলে উল্টোরথে
কোথায় আসবে ছিল কথা, গেলে ভিন্ন পথে
নামার কথা বলে, উঠে গেলে মেঘের আড়ালে
এ কেমন যাত্রা বলো, তুমি যে হঠাৎই হারালে।
মাটিতে রাখবে পা, তেমনই তো ছিল কথা
আকাশ যাত্রী হলে, এ এক বিস্ময়কর বিহ্বলতা
মর্ত্যের এ ভূস্বর্গ নয়, ভাল লাগে বুঝি স্বর্গেরই মর্ত্য
ঊর্ধ্বগামি হলে তাই, মরণেই পেলে কী জীবনের অর্থ।
১৩ই মার্চ ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed