কোন কোন ঘটনা

কোন কোন ঘটনা আছে
যা ব্যাকরনিক ব্যাখ্যায় হারিয়ে যায় গলে যাওয়া বরফের মতো
ঘটমান বর্তমান এবং পুরাঘটিত অতীতের সমীকরণে ব্যর্থ সতত

কোন কোন ঘটনা আছে
যা লৌকিক সীমানা লংঘন করে চলে যায় কোন এক অলৌকিক অঙ্গনে
প্রাত্যহিক তথ্য হয় গৌণ তখন, মূখ্য হয় সত্যরা সব হৃদয়ের সঙ্গমে।

কোন কোন ঘটনা আছে
যা সম্পর্কের সম্পৃক্ততাকে আচ্ছন্ন করে নৈঃস্বর্গিক এক আনন্দ রেখায়
ব্যাখ্যার ও অতীত থেকে যায় প্রতিদিনকার খেরো খাতার লেখায়

কোন কোন ঘটনা আছে
যা সাগর চোখের সীমানা পেরিয়ে ডাগর হয়ে ওঠে না আর বাস্তবে
কল্পনার আল্পনা আঁকা চলে কেবল সকাল-সন্ধ্যা প্রাত্যহিক পরাবাস্তবে ।

কোন কোন ঘটনা আছে
যা সাংবাৎসরিক আয়োজনকে করে মুখরিত অনামিক এক আনন্দে
ছন্দবিহীন শব্দদের করে বন্দি অকষ্মাৎ নিশ্চিত এক ছন্দে ।

কোন কোন ঘটনা আছে
যা গণিতের হিসেবকে করে ভুল, বিজ্ঞানের জ্ঞান সেখানে একেবারে পরাস্ত
তবুও গোধুলির আলো করে জীবনে ছায়াপাত , সূর্যটা হয় ধীরে ধীরে অস্ত

১০ই মার্চ ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *