সেতো কেবল তোমাদেরই জন্য

অক্ষরেরা অক্ষত আছে আজও, আছে যে সত্যের মতো সূর্য হয়ে
সেতো কেবল তোমাদেরই জন্য
সেদিনের আহত অক্ষরেরা, ইতিহাসের ইতি যে টানেনি আজ ও
সেতো কেবল তোমাদেরই জন্য
অক্ষরেরা যে অস্ত্র হলো নিজেদের নিশ্চিত সুরক্ষায় সে দিনের সেই যুদ্ধে
সেতো কেবল তোমাদেরই জন্য ।
অক্ষরেরা সূর্য হয়ে গেল নিজের আলোয় আলোকিত আকাশে , এবং এই পতাকায়
সেতো কেবল তোমাদেরই জন্য ।
অক্ষরেরা আজও যে কবিতা হয়ে যায়, হয় গানের প্রিয় পংক্তিমালা ,উপন্যাসের বিন্যাস
সেতো কেবল তোমাদেরই জন্য।
‘বউ কথা কও’ পাখির সুরে , অক্ষরেরা যে লজ্জায় আনত বউয়ের অস্ফুট উচ্চারণ হয়ে থাকে
সেতো কেবল তোমাদেরই জন্য।
অক্ষরেরা সব দ্রোহের ধ্বণি হয়, সুনামিতেও যে বেঁচে থাকে জোড়ায় জোড়ায় নূহের নৌ-যাত্রী হয়ে
সেতো কেবল তোমাদেরই জন্য ।
অক্ষরেরা বেঁচে থাকে বাউন্ডুলে লিচু চোরের উপাখ্যানে, এবং তাল গাছের আলম্বিক সত্তায়
সেতো কেবল তোমাদেরই জন্য।
শহীদ মিনারের ইটের গাঁথুনিতে পায় , অক্ষরেরা সব ঈর্ষনীয় রকমের এক শ্রদ্ধা
সেতো কেবল তোমাদেরই জন্য ।
অক্ষরেরা সব মিছিল করে যে আসে একুশের ভোরে, পলাশ হয়ে যে ঝরে মিনারের বেদিতে
সেতো কেবল তোমাদেরই জন্য
অক্ষরেরা যে থাকে লক্ষ্য কোটি বইয়ের বুকে , বেলা -অবেলায় , গ্রন্থমেলার উঠোন জুড়ে
সেতো কেবল তোমাদেরই জন্য।
সাঁঝের অলিন্দে সঙ্গী হয় আমার রবীন্দ্রসঙ্গীত হয়ে বাজে অক্ষরেরা যে সব শব্দে ও সুরে
সেতো কেবল তোমাদেরই জন্য।
অক্ষরেরা সব ছিল বলেই, অক্ষরের জয়গান গাই, কলমে ঝরা রক্তে ফোটে দু-এক ফোঁটা কবিতা
সেতো কেবল তোমাদেরই জন্য ।

৩রা ফেব্রুয়ারি ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *