আমি একেবারে ধূসর হতে চাই , বড্ড ইচ্ছে করে
ঠিক শীত বিকেলের মতোই থেকে যেতে চাই
নো ম্যানস ল্যান্ডে, গাছেরটা খাই, তলারটা কুড়াই
আলোর সম্ভাবনা নিয়ে মাঝে মাঝে আঁধারে হারাই ।

রাজনৈতিক বিশুদ্ধতার এই যুগে নিরপেক্ষতাই শ্রেয়
সাদা -কালোর দ্বন্দ্বে ধূসরতা আনে মিথ্যে প্রশান্তি
অন্তঃসত্বা মেঘ দিয়ে ঝরবে কি অঝোর ধারে বৃষ্টি এখন
সূর্যদেব দেবেন দেখা মেঘের আড়াল থেকে কখন!

এমনই অনিশ্চয়তা এখন যেন জীবনের নিশ্চিত সত্য
প্রাপ্তি ও হারানোর মধ্যে যে এক চিলতে উঠোন
সেই ধূ ধূ ধূসরতা হতে ইচ্ছে করে এই সময়
যেখানে প্রত্যাশা ও হতাশা যেন যমজ হৃদয়।

বড় বেশি ইচ্ছে করে ধূসর হয়ে যাই বার বার
রং এর অহেতুক আতিশয্যে ক্রান্তিকালে ক্লান্ত আমি
মেঘের মতো লুকিয়ে ফেলি নীলাভ বেদনারাশি
অস্পষ্ট সুরে বেজে চলুক আটপৌরে এই বাঁশি ।

ঝলসানো চোখে বর্ণবাহারে বড্ড ক্লান্ত আমার এ মন
প্রশান্তির প্রলেপ হয়ে এবার ধূসর হয়ে যাক যাপিত জীবন।

৩১শে জানুয়ারি ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed