আকাশের জমিতে অসংখ্য যানবাহন আজকাল
না না , কোন উচ্চৈঃশ্রবা নয় , নয় নুরানি বোরাক কোন
উচ্চাকাঙ্ক্ষিরা হয়ে পড়েন আজকাল বড্ড আকাশচারী
নক্ষত্রদের ক্ষতি করে তাঁরা আলো জ্বালানোর জানান দেন
বৌদ্ধিক ব্যাটারি ক্ষয়ে গেলে থেমে যায় চৌর্যবৃত্তির চরণ ফেলা
আকাশে তখনও মিটি মিটি হাসে অসংখ্য সব তারার মেলা।
মাতলামির মতোই আঁতলামির অতলান্তে অস্থির থাকি ইদানিং
হাঁটু জলে সাঁতার কেটেই বলে, সমুদ্র তলের শত শত গাল গপ্প
কেবল পায় না কখনই স্বদেশের সোঁদা মাটির সুগভীর সুগন্ধ
সদ্য গজানো ডানা দুটি নিয়ে গর্ব যে সর্বৈব সত্য নয়, বোঝে না তাও
ব্যাকরণে অকারণেই পান্ডিত্য যত , বিশুদ্ধতায় থেকে যায় অসংখ্য অশুদ্ধ
কিছুদূর হেঁটে গেলেই বোঝা যায় , সামনের দরজাটা সম্পূর্ণ রূদ্ধ ।
অহংকারের আধিপত্যেই তো প্রতিদিনের এই আকাশ-চারিতা
নইলে জানতো নিশ্চয়ই নগ্ন পায়ে সবুজ ঘাসে হাঁটার সুক্ষ সুখটুকু
ইরানি গালিচায় খুব সাবধানে পা’ ফেলে চলো আজকাল
পিছলে পড়া নয় , পিছিয়ে পড়ার শংকার ডংকা বাজে দুরু দুরু
ডারউইনের তত্বে অবশেষে হেরে যাও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে
নক্ষত্রের হাত ধরে আর হয় নাতো হাঁটা সমানে সমানে।
মিথ্যে কেন তবে পাহাড় ডিঙানোর কৌশলি কথা অহর্নিশ
কেন গল্পের মাধুরি কথা তবে, মেশানো যেখানে বিশুদ্ধ বিষ
২৮শে জানুয়ারি ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed