সেদিন অকস্মাৎ আমি এক সামুদ্রিক মাছ
অথবা বিলেত বাড়ির উঠোনের এক ক্রন্দসী গাছ
দেখলেই তোমার চোখ ভ’রে যায় বারেক জলে
বিষন্ন বিকেলে তবুও, দেখো বার বার সুকৌশলে।
আমি তো নোনা জলে স্নান করে আসি সাগরের তটে
লিটারের মিটারে সে জলের পরিমাপ চোখের অধিক বটে।
আমারতো পাতাগুলো সব বিনয়ে আনত মাটির কাছাকাছি
তুমি থেকে যাও যতটা দূরে ,ততই কাছে আমিতো আছি।
আমার পাগলামির মূলে থাকে রবি ঠাকুরের অসংখ্য কবিতা
তোমার হিসেবি মন ভালোবাসে ফেইসবুকের ঐ ছবিটা ।
সেতারে সরোদে , তারে বেতারে বাঁধা পড়ে থাকি আমি
রক মিউজিকের শখে তুমি ভিন্ন এক আনন্দকামী ।
গোমতি নদীর সুমতিতেই চলি কখনও সোজা , কখনও বাঁকা
অভিবাসী মন জানি বিলাসি বড় , আমার মনে স্বদেশ আঁকা।
শুটকির স্বাদ , কাঁঠালের ঘ্রাণ মজায় এ মন শতবার
ফরাসি সুগন্ধি বুঝি না ক’আমি যতই মাখো বার বার ।
জানি বিশ্ব বিবেকের ময়দানে এ এক অমীমাংসিত ধাঁধা
তোমার বিচরণের জগৎ ভিন্ন, আমি অভিন্ন এক দেশী রঙে বাঁধা।
২২শে জানুয়ারি ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed