রবি-ঠাকুরের সেই হঠাৎ দেখা প্রেয়সীতো নয় সে
যে অকষ্মাৎ সাক্ষাতে আবার কুপোকাৎ হবে মন
এক রাশ কষ্ট নিয়ে চলবে দীর্ঘ ট্রেন ভ্রমণ
কর্মিষ্ঠ জীবনের অজুহাতে মাঝপথেই নেমে যাবে সে।
পাতাল রেলে বসে থাকা তরুণী এক শ্যামলা বরণ
নিতান্তই নিম্গ্ন মুঠো ফোনের সংলাপ বিনিময়ে
অথচ কি আশ্চর্য ক্ষিপ্রতার সাথে হৃদয় করে হরণ
ছিনতাই হয়ে যাওয়া পৈত্রিক প্রাণ একটুও কাঁপে না ভয়ে।
যেন প্রস্তুত হয়েই ছিলাম নিজেকে হারাবার অপেক্ষায়
নিম্গ্ন চোখটুকু তুলুক না হয় ফোনের স্ক্রিন থেকে একবার
যাত্রার সবটুকু সময় কাটলো নান্দনিক এক প্রতীক্ষায়
আড় চোখে যতবার দেখেছি তাকে , দেখেনি সে ততবার।
বড় ইচ্ছে করে মুঠোফোন হয়ে থাকি পরাবাস্তব প্রেমে
তার নিমগ্নতাটুকু থাকুক কেবল তবে আমাকেই ঘিরে
অস্থির হয়ে বন্দি হয়ে যাই স্থির ছবির মানস ফ্রেমে
তখনতো আসবে নিজেই আমার মুঠোয় বারেক ফিরে ।
১২ই জানুয়ারি ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed