মহাসড়কের প্রান্তিক পাশ দিয়েই যাত্রা আমার প্রাত্যহিক
তোমার কোন বিশেষ অনুরাগির মতো দ্রুত কোন লেইনে নই
যে অবলীলাক্রমেই পৌঁছে যাবো তোমার অনেক কাছাকাছি
বরঞ্চ ট্র্যাফিক জ্যামের এই যুগে, গতি এতটাই স্তিমিত ইদানিং
যে তোমার সান্নিধ্যে যাবার পথে পাই প্রতিবন্ধ প্রত্যহই ।
মাঝে মাঝে ক্লান্তিতে এতটাই অবশ, বশ মানানো হয়ে যায় দায়
মন তখন হাঁটে ভিন্ন পথে, নিয়ে ফেলে নতুন কোনো এক এক্সিট
আজন্ম লালিত ন্যাভিগেটার নিজেকে শুদ্ধ করতে ব্যতিব্যস্ত তখন
বিচলিত বিস্ময়ে দেখি আবারও সংক্ষিপ্ত পথ লাভের প্রচেষ্টা অনবরত
আবারও সেই প্রায় পদপিষ্ট হবার পথ ধরে যাত্রা চলে যেন অন্তবিহীন।
বৃত্তায়িত এ পথ ধরে যতটা এগুই আমি, পিছিয়ে পড়ি ঠিক ততটাই
শুরুর বিন্দুতে এসেই শেষে চমকে থমকে যায় , বিভ্রান্ত এ মন
অথচ কথা ছিলো, বিমূর্ত তুমি, ধরা দেবে মূর্তমান এই অধম সত্বায়
রুমি ও রবি বলেছিলেন বিভিন্ন সময়ে অভিন্ন এ সত্য , ভিন্ন ভাষায়।
আজও কেন তবে পড়ে থাকি একাকী আমি শূন্য এই পান্থশালায় ?
ঈশ্বরের সন্ধানে ক্রমশই নশ্বর দেহে মেঘে মেঘে বাড়ে বেলা
জিতে যাবে জানি তুমিই শুধু , শেষ হলে এই লুকোচুরি খেলা।
Copyright@Anis Ahmed