পলেস্তরা খসা সেই পুরোনো ভাঙা দেওয়ালটায়
আবার ধুম পড়লো নতুন ক্যালেন্ডার টানানোর
মাসে মাসে , ঠিক রজস্বলা রমনীর মতো
পাতা উল্টাবে , নতুন মাসের সন্ধানে
সেখানে তারিখেরা সব শব্দ হয়ে
লিখবে ক্যালেন্ডার নামের কবিতা।
বৃদ্ধ দেওয়াল বেচারা বয়সের হিসেব না গুণেই
আশ্রয় দেবে নতুন ক্যালেন্ডারকে অনামিক আনন্দেই
কিন্তু কী লাভ! ঘর শত্রু বিভীষণের মতোই যেন
ক্যালেন্ডার বাড়িয়ে দেবে বয়স তার আরও খানিকটা ।
অংকের হিসেবে যে শুভঙ্করের মস্ত বড় ফাঁকি
সে কথা বুঝিনি আমরা কেউ, বোঝেনা বুড়ো দেয়ালটাও।
একদম ঠিক আমাদের মতোই, শ্যা্ওলার সবুজে খোঁজে
তারুণ্যের রং। বোঝেনা প্রবীণ প্রাচীর সবুজ মানেই সবুজ নয়
অবুঝ হৃদয়ে ধারণ করে রঙিন ক্যালেন্ডার অনামিক সুখে
পেরেকের আঘাতে চৌচির হৃদয় তার, রক্তক্ষরণে নিঃশেষ সব
তবু এক পোশাকি হাসিতে বাতাসে ওড়না দোলায় কিশোরি কন্যার মতো
মাস হলে অবসান বিমর্ষ বদনে পাতারা ন্যায় বিদায়।
সুরকি খসে পড়া প্রাচীন প্রাচীর বহু যুগ করে বোকার স্বর্গে বাস
আনন্দের খামে বহন করে যায় অপূর্ণ জীবনের , পূর্ণ পরিহাস ।
২রা জানুয়ারি ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed