না , না
ভালো লাগে না
রোজ রোজ রোদ্দুরের এই প্রতারণা
কদ্দুর নিয়ে যাবে ভুলিয়ে-ভালিয়ে আমাকে আজ
নরম আলোয় স্নান করে উন্মুখ হয়ে উষ্ণতা চেয়েছি বরাবর
চকমকে আলোয় বাহ্যত ভালোবাসা ,নিরুত্তাপ থেকে যায় প্রেম ।
না , না
ভালো লাগে না
রোজ রোজ রোদ্দুরের এই প্রতারণা
বৈশাখি ভোরে রমনার বটমূলে কথাতো দিয়েছিলে
হাতে রেখে হাত বলেছিলে এই উত্তাপ থেকে যাবে দিন-রাত
হায় সে উত্তাপ কবেই যেন উবে গেছে , মধ্যদিনের হিমেল হাওয়ায়
না , না
ভালো লাগে না
রোজ রোজ রোদ্দুরের এই প্রতারণা
পাকা কাঁঠালের ঘ্রাণের মতোই জ্যৈষ্ঠ- দুপুরে পাবো
ভালোবাসার সুবাস । সে আশার গুড়ে এখন বালি রাশি রাশি
প্রেম নদীতে সাঁতার নিষিদ্ধ কারণ পটোম্যাকের জলে বরফ কুচি কুচি।
না , না
ভালো লাগে না
রোজ রোজ রোদ্দুরের এই প্রতারণা
মুচকি হেসে সকালে সগৌরবে সূর্যদেবের আবির্ভাব
তাতেই ভুলে ছিলাম নব্য ভাণু-সিংহের প্রবাদ-প্রতীম প্রতারণা
হীরক ভালোবাসা এখন তুষার ঝড়ে উড়ে যা্ওয়া কয়েক খন্ড বরফ মাত্র
না , না
ভালো লাগে না
রোজ রোজ রোদ্দুরের এই প্রতারণা
অগত্যা তাই পাতাঝরা বৃক্ষের বিপুল শূণ্যতা নিয়ে
একাকী দাঁড়িয়ে থাকি সেইখানে একদা যেখানে ছিল প্রেমের উদ্যান
বুঝিনি তো আগে মৌসুমি ফুলের মতোই ভালোবাসার যাওয়া আসা
গণিতের হিসেবে আশা যতখানি, আয়তনে তার চেয়ে বড় হতাশা।
২৮শে ডিসেম্বর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed