ধূসর আকাশ আর তূষারে ঢাকা দূর্বা ঘাস
এ দুইয়ের মাঝখানেই এখন আমার বসবাস
খোঁজো যদি উষ্ণতা সরাও না কেন বরফ-কুঁচি
আবরণের অন্তরালেই রয়েছে জেনো যুগল-রুচি।
আকাশ চাওয়া যদি হয়, তোমার মনে খাঁটি
মেঘের আড়ালে দেখো প্রতিবিম্বিত মাটি
সমাধির মেটে পথ ধরে যখনই চলে যাওয়া
তখনই যেন কাঙ্খিত সেই আকাশ খুঁজে পাওয়া।
আকাশে জমিতে এ সখ্য তুমি দেখোনি কখনও সখি
চমকে থমকে তাকাও যখন, বলো, ও মা এ কী !
মেঘের আড়ালে লুকিয়ে যিনি, তিনিতো মাটির কাছাকাছি
এ ধাঁধাঁর দড়িতে বাঁধা আমি, তাই তুমি আছো, আমি আছি।
উঁচু করে মাথা যতই বলি বার বার ঐ তো তিনি ঐ খানে
নত করে নিয়ে আসেন তিনি, দাঁড়ান মাটির মাঝখানে
ঊষ্ণতাকামি এই আমি দেখি তূষারেরা উধাও উষার আলোয়
তিনি থেকে যান দিনে রাতে মিশে, যতটা সাদায় , ততটাই কালোয়।
একে একে দুই , এই সরল যোগে আছে মস্ত বড় ভুল
একে একে এক যদি না হয় ঠিক , সবই হয়ে যাবে স্থুল।
১১ই ডিসেম্বর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed