ধারণাহীন ধাঁধাঁ

এখনও বুঝি না মতলুব মিয়ার মতলবটাই বা কী
পাড়ার দর্জি হিসেবে তাঁর নাম-ডাক সর্বত্রই
মাপা লেন্থের বলের মতোই তিনিও বড় বেশি হিসেবী
ক্রিকেটের উইকেটের মাঝাখানটায় কখন লাগাবেন বল
কখন আমি নত করে মাথা বেরিয়ে আসব জনাকীর্ণ এ মাঠ থেকে
সে কথা জানিনে আজও , শুধু জানি দূর্ভেদ্য তাঁর নিশানা বরাবর।

না , না এ সব কি বলছি আমি! মতলুব মিয়াতো খেলোয়াড় নন
দর্জি তিনি , মেপে মেপে ছেঁটে দেন জামার কাপড়
নির্মিতিতে আনন্দ যত তাঁর ততই প্রসন্ন তিনি পরিমিতিতে
ভয় পাই কখন যেন তিনি ছেঁটে দেন আমার বেপরোয়া স্বপ্নকে
কখন তারা অনাবশ্যক কাপড়ের মতো ছিঁটকে পড়ে ময়লা ফেলার ঝুড়িতে
তাই শক্ত করে ধরে রাখি স্বপ্নদের আমার নিদ্রায় এবং জাগরণেও ।

কিন্তু কেবলই তো স্বপ্ন নয়, আজীবন যাপিত এ জীবনের দৈর্ঘ্যটাও
নিমেষেই হ্রস্ব করে দিতে পারেন আমাদের এই মতলুব মিয়া
তাই যতবার গলির ধার দিয়ে যাই, ততবারই তাঁকে সালাম জানাই
ভীতি নাকি প্রীতিতে এহেন আচরণ, বোঝেনা এখনও আমার এ অবুঝ মন
কেবল বুঝি এটুকু বড় যত্নে বানান তিনি আমাদের এই পোশাক
আভরণের আবরণে তিনিই ঢেকে দেন আমাদের অন্তর্গত সব নগ্নতা ।

রঙিন পোশাকের বদলে, জানি একদিন ছাঁটবেন তিনি সাদা কাপড়ের থান
কারণ তিনিই জানেন ওই ভ্রমণের রীতি-রেওয়াজ, যখন জীবন হবে অবসান।

২৭শে নভেম্বর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *