ভাল আছি, আছি ভাল

কেমন আছ?
ছোট্ট এ স্বাগতিক প্রশ্নের জবাবে
একদা বলতে তুমি
ভালো আছি
আজকাল তোমার জবাবটা গেছে পাল্টে
ছোট্ট করে বল, যেন বিমর্ষ এক উচ্চারণে
আছি ভালো।
এতটাই দূরত্ব এখন তোমার সঙ্গে আমার
যে শব্দেই বুঝি কেবল ভাল থাকা না থাকার কথা
বুঝে নিতে হয় , নইলে অন্য কী উপায় বলো।

ক্রিয়াপদের এই অকষ্মাৎ পরিবর্তনেই
অজান্তেই জানান দিয়ে যাও, জমে ওঠা কিছু কষ্ট-কথা
অস্ফুট এই উচ্চারণেই রেখে যাও উদ্বেগের আভাষটুকু
ঠিক ঐ হেমন্তের ভাসমান মেঘের মতোই থেকে যাও অস্পষ্ট
ঝরাবে বৃষ্টি কোন মরু-ভূমি মনে জানি সে আশ্বাস দেবে না কখনই
কেবল কোঁকড়া চুলের ভাঁজে থেকে যাবে কষ্টে কোঁকড়ানো ওই মনটা
মাঝে মাঝে দূরের জানালা থেকে টুকটাক খোঁজ খবর নেওয়া-
কখনও কখনও আঁতলামি কথা বলার মাতলামি মোহে সময় কাটানো
তারপর বিচ্ছিন্ন দ্বীপের মতোই থেকে যাওয়া যে যার গোলার্ধে
ভাগ্যিস অনামিক অনুভূতির সমুদ্রটাতো আছে , বিশাল ও বিনিদ্র।

“ভাল আছি” “আছি ভাল”, ব্যাকরণের এ নয় শুধু অকারণ রদবদল
এ যেন রোদেলা হাসি থেকে রূপান্তরে ডাগর চোখের জল ছল ছল।

২৬শে নভেম্বর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *