থাকা না থাকার থোক বেদনা

নিমগ্ন থাকো নিত্যই জানি আমি
নিমগ্নতার স্বরূপ পাই না খুঁজে তৎক্ষণাৎ
বেদনা বিভোরে একী হারিয়ে থাকা তোমার;
নাকি সুখের সাগরে প্রাত্যহিক সাঁতার কাটা?

উৎসবে আয়োজনে বরাবর যাওয়া-আসা
অথচ উপস্থিতিতেই যেন অনুপস্থিত থেকে যাওয়া
শরীর থেকে মনকে এতটাই পৃথক করো তুমি
যে প্রাণিত উৎসবে ও দেখি নিস্প্রাণ অস্তিত্ব তোমার।

জুয়েলের জাদুর মতোই বাক্সবন্দী মন তোমার
দীর্ঘক্ষণ লুকোনো থাকে কঠিন কুঠুরির অন্দরে ,
কাঠুরে মন আমার করে আনচান, আঘাত হানে দ্বারে
ঝিণুকে লুকোনো মুক্তোর মতোই থেকে যাও নির্ভৃতে ।

প্রায়শই দেখি যে তোমায় মলিন হাসি-মাখা মুখে
সে যে তুমি নও, কেবল তোমার কায়াবিহীন ছায়া
যতই ধরতে বাড়াই হাত, ছুটে যায় ততই দ্রুত
লজ্জাবতী পাতার মতো কুঁকড়ে যাওয়া অস্তিত্ব তোমার।

কোন তুমিটা সত্যি , বোঝা হয়ে ওঠে না সহজে আর
প্রজাপতি হবে এ প্রতীক্ষায় দেখি পোকাটাকেই বার বার।

২৪শে নভেম্বর ২০১৪। ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *