কাজু বাদামের সেই গাছটার কথা মনে পড়ে ?
কাঠবেড়ালির চিত্ত চাঞ্চল্য যেখানে দেখতে স্থির চোখে
মনে পড়ে কী তোমার ফটকের দু’ধারে কামিনী ফুলের গাছ
যার ঘন ছায়ায়, গভীর মায়ায় উষ্ণ উপলব্ধি তোমার এবং আমারও ।
রজনী গন্ধার অধূনা আধিপত্যে গন্ধরাজতো আজ মুকুটহীন
তবু বহু বিকেলতো কেটেছে সেই বিশাল এক রাজকীয় সান্নিধ্যে
ফরাসি সুগন্ধির বৈপনিক মূল্যকেও অতিক্রম করে গেল সেদিন
সেই সুবাসিত সন্ধ্যার মূহুর্তরা সব, তোমার যেমন , তেমনি আমারও।
শীতের শিশিরে ভিজে ওঠা ঘাসে দু’জনের চলাচল, হাত রেখে হাতে
যতটা ভিজেছিল আলতা মাখা ও পা, ততটাই ভিজেছিল এ মন
সেই পেলব প্রাপ্তিতে উচ্ছল উপস্থিতি, অনর্থকই যেন হলো অর্থপূর্ণ
প্রেমের খনিতে পাওয়া মণিতে আনন্দ যেমন তোমার , তেমনি আমারও।
আচমকা এক দমকা বাতাসে পঞ্জিকার পাতারা সব উড়ে যায় অকষ্মাৎ
পলেস্তরা খসা দেয়ালে, অচল ঘড়ি থামিয়ে দেয় চঞ্চল চলমানতা
তুমি হয়ে ওঠো স্থির চিত্র এখন এবং স্থবির এক আলেখ্যে দেখি তোমাকে
স্মৃতিরা এখন ফ্রেমবন্দী, হৃদয় তবু প্রেমবন্দী, তোমার এবং তেমনি আমারও।
১৬ই অক্টোবর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed