জিজ্ঞাসা!

এতটাই গভীর ভালোবাসা কী তোমার
যে আমাকে নইলে একেবারে তর সইছে না
এতদূরে কেনই বা তবে পাঠিয়েছিলে বলো
এখন কেন তবে বলছো নিত্যই , “চলো, চলো”।

এখন তো এক আশ্চর্য ভালোবাসায়
জড়িয়ে গেছি প্রকৃতি আর মানুষের সাথে
মাধবী লতার মতো উঠে এসছি তোমারই বানানো মাচায়
ভেবেছিলাম গোড়াতে যদিও, কেনই বা পাঠালে এ খাঁচায় ।

জাদুকরি এক বিস্ময়কর জালে এখন পড়েছি বাধা
কেন তবে এখন বলো জগৎটা কেবলই মায়া
আমিতো ভাবিনি কখনই , এখানে আসবো বলে
তুমিইতো পাঠালে আমায় পুর্ব-পুরুষের পাপের ছলে।

কবে কখন আদি পিতা খেয়েছিলেন এক নিষিদ্ধ ফল
সেই পাপে বিদ্ধ তিনি , বিতাড়িত স্বর্গ থেকে
অগণিত বছর পরে, সেই ধারায় এখানে আমার আসা
সেই থেকে তোমাকে চাওয়া যত,ততই সৃষ্টিকে ভালোবাসা।

এখন তবে কেন ফিরিয়ে নিতে চাও কোন পাতাল পথে
কথা দাও তবে , সেই ফেলে আসা আলোয় নেবে
বইছি সেই কবে থেকে প্রাচীন পুরুষের পাপের বোঝা
ব্যতিব্যস্ত জীবনে তবুও চলছে তোমায় নিত্যই খোঁজা।

ভালোই যদি বাসবে আমায় তবে লুকিয়ে কেন থাকো
তোমায় আমি দেখি তবু ভোরের আলোয় , সাঁঝের মায়ায়
ফুলে দেখি , কাঁটায় দেখি , দেখি জলে-স্থলে
আঁধার রাতে দেখি তোমার প্রদীপ নিত্য জ্বলে ।

তুমিও জানি লুকিয়ে দেখো আমার ব্যস্ত দিনের কাজ
ভালোবাসার আনন্দে দেখো , দেখো অভিমানের উষ্মায়
জানি লুকোচুরির পালা শেষে নেবেই তোমার কাছে
পাবো কি সেখানে , এখন এখানে বিশ্ব যেমন আছে।

১৩ই অক্টোবর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *