পৌষ ও সর্বনাশ

প্রাচীন বটবৃক্ষের মতো
পৌষের সঙ্গে সর্বনাশের
যে বৈপরীত্য বিধানের ব্যবস্থাপত্র
তার পক্ষে আমার এই অবস্থান দৃঢ়।
তোমার ও কুলে যখন তুমি পাও
নলেন গুড়ের মিষ্টি সুবাস
আমার গুড়ে তখন বালির পাহাড়
ভাপা পিঠার উষ্ণ আমেজে তোমার
শীত যখন বড়জোর নাতিশীতোষ্ণ
তূষারের চাদরে ঢেকে যাওয়া আমার
এ মন জ্বরের উত্তাপে কাঁপে অহর্নিশ ।
ঘোলের গেলাস যখন ঐ প্রান্তে
অর্ধেক ভরা , ততক্ষণে এই প্রান্তে
জলের গেলাস ও, অর্ধেক খালি।

এমনই বৈপরীত্যে আমরা আটক
যে গেলাসে গেলাসে ঠোকাঠুকি
চিয়ার্স বলে গেলাস হাতে
হাসছো যখন তুমি , তখনই
আমার হৃদয়ে ভাঙ্গা কাঁচের কুচি।

১২ই নভেম্বর ২০১৩
Copyright @Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *