রেলগাড়ির কামরায় নয় , শিলং ‘এর পর্বত চূড়ায়ও নয়
তবু হঠাৎ দেখা হয়ে গেল , অন্য কোন পাহাড়ের ধারে
রাবীন্দ্রিক নায়িকার মতো দেখি তুমি ছুঁয়ে চলেছো পরম ভালোবাসায়
একেকটি রঙ, ক্যালেন্ডারের হেমন্ত নেমে এসছে উপত্যাকার উষ্ণতায় ।
চঞ্চল চোখে হঠাৎ জল দেখে আমারও তখন চমকে ওঠার পালা
বাহ্যিক চাঞ্চল্যের আড়ালে, দাঁড়ালে যেই ওমনি দেখি এক রাশ কষ্ট
নেমে এলো মনের আকাশ বেয়ে ঠিক ঐ পাহাড়ি মেঘের মতোইা
থমকে দাঁড়িয়ে দেখি রঙিন পাতার আড়ালে, লুকোনো ফ্যাকাশে বেদনারাশি ।
এতো যে রঙের সমারোহ চারপাশে ,সেতো বর্ণচোরা বেদনারই অন্যরূপ
পাতা ঝরার পূর্বাভাস পাতাদের রঙে তাই-ই এই নিত্যই দুঃখ বিলাস
মুচকি হেসে প্রকৃতি যখন লুকিয়ে ফেলেন আসন্ন বেদনাটুকু
তখনও যেন বুঝিনা শাখা থেকে খসে পড়া শত সহস্র পাতার হলদে বিষন্নতা।
তোমারও ঐ বর্ণিল অস্তিত্ব হেমন্তের হিমেল আভাসেই হয়ত হারায় বার বার
তাই আমার মুগ্ধতা যতটা তোমার বাহ্যিক রঙে , তার চেয়ে বেশি ওই সাদা মনে
সেখানেতো প্রবেশ নিষিদ্ধ , তাই-ই জলছবি আঁকার ইচ্ছেটা দিলাম জলাঞ্জলি
কেবল দূর থেকে চেয়ে দেখি , আনন্দে-বেদনায় মেশানো তুমি, সেই তুমিকে ।
কী আশ্চর্য ! এতো নিস্পাপ চাঞ্চল্যের আড়ালে লুকিয়ে রাখো বেদনা রাশি রাশি
হেমন্তের বিবর্ণ বেদনার মতো, আমরা কেবল বাইরের বর্ণিল পাতাদের ভালোবাসি।
৮ই নভেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed