অঙ্কে আজকাল দেখি শুভঙ্করদের অহেতুক অহংকার
অনানুপাতিক হারেই চলছে সব কিছুই সর্বত্রই।
কথাতো হয় কালে ভদ্রে , ব্যথা থেকে যায় কালোত্তীর্ণ সত্য হয়ে
অস্ফুট স্বরে শব্দের ছিঁটেফোটা এসে পড়ে উত্তরের উঠোনে যখন
দক্ষিণের ঝুল বারান্দার দুকুল বেয়ে দেখি শব্দের ফুলঝুরি ঝরে
বাজারের দুষ্প্রাপ্য পণ্যের কার্পণ্যে কয়েকটি অক্ষর দেখি ঝুড়িতে
অথচ বেহিসেবি মনে উপচে পড়ে উষ্ণ কবিতা খান দশেক।
কপালের টিপেই যখন জ্বলে ওঠে দীপ নিভু নিভু প্রেমের প্রিয় প্রান্তরে
অদূরে থাকা আদুরে অনুভূতিতে জাগো না কখনই, জানো নেভাতে দীপখানি
যেন জন্মদিনের মোমবাতি নেভালে ফুৎকারে তেমনি এক ফুরফুরে আনন্দে
তুমি এবং সুখি সখিরা সব ভালোবাসার আলোদের নেভাও দুঃখবাদি সুখে ।
ছাইচাপা আগুনে ধুকে ধুকে জ্বলে অনুভবেরা , তুমি যতই বলো ধিক ধিক।
ঠিক ঠিক চিনে নেয় পথ , দিগ্বিদিক ততোধিক ভালোবাসার পূর্ণতার সন্ধানে
বোকার স্বর্গে নিয়ে যাও , বিন্দু বিসর্গও বোঝো না যখন সম্পর্কের কোন অনুসর্গের
তখনই প্রত্যাবর্তন করি সেই নৈস্বর্গিক দ্বীপে যার মৌরসি পাট্টা কবি ও প্রেমিকদের হাতে।
শুভঙ্করের অঙ্কে থাকে প্রবাদতূল্য ফাঁকি,ভালোবাসার হিসেব যেমন তোমার অহংবোধে
অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ভিন্নমুখি মন; অঙ্ক কষে কে বা কখন প্রেমের জোয়ার রোধে।
২৯ শে অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed