ভাগ্যিস তুমি ছিলে

ভাগ্যিস তুমি ছিলে

নইলে আমার কবিতা পাঠ হতো কী এমন বাঙময়
নইলে আমার প্রাপ্তিতেও থাকতো কী এমন সংশয়
নইলে আমার শব্দরা কী হতো এমন সমৃদ্ধ
নইলে আমার ভালোবাসায় হৃদয় কী হতো ঋদ্ধ।
নইলে আমার সূর্য-দেখা কখনও কী হতো সার্থক
নইলে আমার ভালোবাসা হতো কী তার সমার্থক।

ভাগ্যিস তুমি ছিলে

নইলে কী তার গানের সুরে আসতো এমন মুগ্ধতা
নইলে কী তার প্রাণের পাতে পেতাম এমন স্নিগ্ধতা
নইলে কী তার কথায় ভাঁজে থাকতো আশার প্রবচন
নইলে কী তার চোখের টানে করতো আমার মন-হরণ ।
নইলে কী তার শব্দগুলোয় বাজতো কেবল নাচের নূপুর
নইলে কী তার গল্পে গল্পে কাটতো জানি গ্রীষ্ম দুপুর।

ভাগ্যিস তুমি ছিলে

নইলে আমার কাব্যমেলায় কে জমাতো এমন ভীড়
নইলে আমার হৃৎ আঙিনায় গড়তো কেবা এমন নীড়
নইলে আমার শিরায় শিরায় রক্ত-নাচন জাগতো কেন
নইলে আমার ভালোবাসায় কষ্ট কেন লাগতো হেন
নইলে আমার কাব্য গাঁথায় নাচতো কেন ছন্দ
নইলে আমার সকল ভালোয় ভাগতো কেন মন্দ।

ভাগ্যিস তুমি ছিলে বলেই
লেখা হলো তোমারই কথা , তোমারই অমর কাব্য
কে তুমি সে কথা নাই-ই বা জানুক লোকে
তোমায় নিয়েই ভাবছি আমি, তোমায় নিয়েই ভাববো।

২৭শে অক্টোবর ২০১৭. ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *